NewsCaff : একটা সময়ে যে গতিতে রান তোলা শুরু করেছিল দক্ষিণ ভারতীয় দলটি, সারা দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা নাইট সমর্থকদের ঘুম ছুটে যায় রীতিমতো। তবে ইনিংসের শেষ পর্যন্ত সেই ‘টেম্পারমেন্ট’ ধরে রাখতে পারেনি ধাওয়ান ব্রিগেড। নির্ধারিত 20 ওভারে তাই নয় উইকেট হারিয়ে 172-এই থেমে থাকতে হয় হায়দরাবাদকে। আর নাইটরা দু’বল বাকি থাকতেই টপকে যায় সেই রান।
এ ম্যাচ হেরে যাওয়া মানেই সেই পয়েন্ট টেবলের ‘পার্মুটেশন-কম্বিনেশন’, হাজারো অঙ্ক। এসব ভালই জানত টিম রাইডার্স। তাই ‘মাস্ট উইন’ ম্যাচ জিতেই ছাড়ল শাহরুখের দল। সানরাইজার্স হায়দরাবাদকে পাঁচ উইকেটে হারিয়ে শেষ চারে পৌঁছে গেল কার্তিক অ্যান্ড কোং।
ওপেন করতে নেমে শিখর ধাওয়ানকে সঙ্গে নিয়ে দুরন্ত এক পার্টনারশিপ গড়ে যান বাংলার শ্রীবৎস গোস্বামী। প্রথম উইকেটেই 79 রান তোলে হায়দরাবাদ। তাও মাত্র 8.4 ওভারেই। শ্রীবৎস 26 বলে 35 রান করে যান। ধাওয়ান আউট হন 50 করে। তিন নম্বরে নেমে উইলিয়ামসন করে যান 36 রান। 25 রান করে যান মণীশ পান্ডে। 79 রানে প্রথম উইকেট পড়লেও হায়দরাবাদের বাকি আটটি উইকেটের পতন হয় মাত্র 93 রানে। নাইটদের হয়ে বল হাতে সবচেয়ে সফল কৃষ্ণ। চার ওভারে 30 রান দিয়ে এদিন চারটি উইকেট নেন তিনি।
তবে নিজামের শহরে কার্তিকের দুই ওপেনার যেভাবে ইনিংস শুরু করেন, বোঝাই যাচ্ছিল, ম্যাচ জিততে জান লড়িয়ে দিতেই চাইছেন ওঁরা। এদিন 10 বলে 29 রান করে যান সুনীল নারাইন। অপর ওপেনার ক্রিস লিন 43 বলে 55 রান করেন। 45 করে যান উথাপ্পা। রাসেল চার ও রানা সাত রানে প্যাভিলিয়নে ফিরলেও 26 রানে অপরাজিত থেকে নাইটদের ম্যাচ জিতিয়ে ফেরেন অধিনায়ক দীনেশ কার্তিক।