দেখতে চান ‘ জাপানি টয় ‘ !?

NewsCaff :  এই নামটাই পছন্দ পরিচালক সৌরভ চক্রবর্তীর। জাপানি টয় তাঁর পরিচালনায় একটি ওয়েব সিরিজ।জাপানি টয়, নামটা শুনলে ভুরু কুঁচকাবে অনেকে।  প্রযোজনার দায়িত্বে আছে সৌরভের নিজস্ব প্রযোজনা সংস্থা ট্রিংকেট। আর যারা ছবির প্রধান অভিনয়ে তাদের আবার দুজনেরই এটা প্রথম সিরিজ। ফলে হইচই যে যথেষ্ট, তা নিয়ে সংশয় নেই। কথা হচ্ছে ইশা সাহা আর রাজদীপ গুপ্তর। ইশা তাঁর প্রথম সিরিয়াল ‘ঝাঁঝ লবঙ্গ ফুল’-এও রাজদীপের সঙ্গে কাজ করেছিলেন। সেই দু’জনে ফের পরস্পরের বিপরীতে। 12 মে অর্থাৎ শনিবার থেকে স্ট্রিমিং শুরু । আবার 19 মে থেকে পরের চারটি এপিসোড।

ইশা অভিনয় করেছেন ‘কিঙ্কিণী’র চরিত্রে। তার সঙ্গে জয় অর্থাৎ রাজদীপের সাত বছরের প্রেম। জয় যেমন উত্তর কলকাতার ছেলে, কিঙ্কিণীও সেই পাড়াতেই থাকে। এখানে জয়ের চরিত্রটা একটু উইয়ার্ড টাইপের। অন্যদিকে কিঙ্কিণী আবার সন্দেহ বাতিকগ্রস্ত।

সিনেমা নিয়ে রাজদীপ জানিয়েছে,  ভালই লাগছে। প্রচুর শেডস আছে চরিত্রটায়। তাছাড়া সৌরভকে আগে চিনতাম অভিনেতা হিসেবে। এবার পেলাম পরিচালক হিসেবে। আর ইশার সঙ্গেও বন্ধুত্ব রয়েছে। কারণ তারা আগে ‘ঝাঁঝ লবঙ্গ ফুল’ করেছে। জয়ের চরিত্রটা প্রচণ্ড স্মার্ট। চিন্তাভাবনায় খুব বাস্তববাদী আর খোলামেলা। জয় স্পষ্ট কথা স্পষ্ট করে বলে। সবটাই খুব স্বাভাবিক ওর কাছে। জয় আর কিঙ্কিণীর ছোটবেলার প্রেম।  প্রথম ওয়েব সিরিজ হিসেবে এমন গল্পে সুযোগ পাওয়াতে আমি নিজেকে ভাগ্যবান মনে করি।

Flamingo Media Share