NewsCaff : ফ্রান্সের ঐতিহাসিক বন্দর ব্রেস্টে পৌঁছতেই 34 বছরের ফ্রাঙ্কোয়েসকে নিয়ে উচ্ছ্বাসের জোয়ারে ভেসে যান তাঁর শুভানুধ্যায়ীরা।গত 4 নভেম্বর পালতোলা নৌকায় জলপথে বিশ্বজয়ের উদ্দেশ্যে একাকী রওনা দেন দুঃসাহসী নাবিক ফ্রাঙ্কোয়েস। গত 17 ডিসেম্বর স্থানীয় সময় রাত 1টা 45 নাগাদ ফ্রান্সের পশ্চিম উপকূলের ওসেন্ট দ্বীপের কাছে পৌঁছতেই স্থানীয় বোটগুলিতে ফ্রাঙ্কোয়েসের সাফল্য উদযাপনের ধুম পড়ে যায়। তিন ভাগ জলকে মাত্র 42দিন 16 ঘণ্টা 40 মিনিট 35 সেকেন্ডে জয় করলেন ফরাসি নাবিক ফ্রাঙ্কোয়েস গাবার্ট। সমুদ্রের উত্তাল স্রোত তাঁর প্রেমিকা। প্রকৃতিকেও হার মানতে হল ফ্রাঙ্কোয়েসের অদম্য জেদের কাছে।