শরীর চর্চার নেই কোনো বিকল্প (এখন আর তখন)

NewsCaff : কোথায় বলে ‘স্বাস্থই সম্পদ’, শুধু কথায় নয় বিজ্ঞান ও বলে “Health is Wealth “. যদি পুরোনো দিনের কথা ধরা হয় তাহলে আগের দিনের মানুষ্ যন্ত্র নির্ভরশীল ছিলো না, সেই সময় বিজ্ঞান এত উন্নত ছিল না যে ঘড়ি দেখে খাওয়া, ঘড়ি দেখে কাজ যেন সোনার পাথরবাটি, সব কিছু যেন দাদু , দিদিমার কাছে শোনা রূপ কথার  গল্পের মতো।

প্রকৃতির কাছে  তারা আশীর্বাদ ধন্য সন্তান, সবকিছু তারা প্রকিতি দেবীর ইশারায় চলন, গমন এমনকি শারীরিক কার্যকলাপ ও জীবন যাপন  সম্পন্ন করত। প্রথমে আমরা খাওয়ার কথা বলি, প্রকৃতি কোলে উৎপন্ন নাম না জানা কত ধরনের ফসল যে গুলো সুষম উপাদানে ভরপুর, যে ফসল উৎপন্ন করতে তাদরে শরীরের সব পরিশ্রম দিয়ে দিতো, পেতো তারা নির্ভেজাল খাবার।  নদীর সুমিষ্ট জল মিটাতো তৃস্না, শিকার করতো মাছ ও বন্য পশু , প্রকৃতির নানান সম্পদ মেটাতো সব চাহিদা ।

না পেতো আজকের মতো নানান প্রোটিন সম্পূরক না পেতো কৃত্রিম ভিটামিন তার সত্বেও তাদের জীবন ধারায় ছিলো নানান বৈচিত্র ।  সুঠাম শরীর, বিচক্ষণ বুদ্ধি এবং শারীরিক কর্মক্ষমতা কোনো তুলনা ছিলো না, শুধু তাদের কে একটা জায়গার ওপর এখন কার সমাজ পেছনে রেখেছে বলে বর্তমান প্রজন্ম গর্ব বোধ করে সত্যি কি তাই !?(চলুন এই আলোচনা চলবে)

 

(চলবে: সংগৃহিত)

Flamingo Media Share