NewsCaff : ক্রিকেটের অন্যতম বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে পরিচিত এবিডি। খেলতে নেমে সবসবমই ঝলসে উঠেছে তার ব্যাট। এই মুহূর্তে পৃথিবীর সেরা ব্যাটসম্যানের তালিকা তৈরি করতে গেলে বিরাট কোহলি, স্টিভ স্মিথ আর এবিডির নামটাই প্রথমে আসে। নিজের ক্রিকেট জীবনে 114 টি টেস্টে 8765 রান, 228 টি ওয়ান ডে ম্যাচে 9577 রান ও 78 টি টি-20 ম্যাচে 1762 রান করেছেন তিনি। এর পাশাপাশি 141 টি আইপিএল ম্যাচে 3953 রানেরও রেকর্ড রয়েছে তাঁর। টেস্ট হোক বা ওডিআই-উভয়ক্ষেত্রেই তাঁর ব্যাটিং গড় 50 এর ওপরে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে তাঁর এই আচমকা অবসরের সিদ্ধান্ত নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। 2019 বিশ্বকাপের জন্য তাঁকে ধরেই টিম সাজিয়েছিল প্রোটিয়ারা। সেই সিদ্ধান্তে জল ঢেলে দিয়ে তিনি বলেন, “সময় হয়েছে, অন্যদের জায়গা ছেড়ে দেওয়ার। আমি আমার সুযোগ পেয়েছি। সত্যি বলতে কি, আমি ক্লান্ত। সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল। অনেক ভেবেছি। সিদ্ধান্ত নিয়েছিলাম, ভাল ক্রিকেট খেলাকালীনই অবসর নেব”।
আইপিএলের এলিমিনেটরের জন্য ক্রিকেট ভক্তরা প্রস্তুত হচ্ছিলেন। কেকেআর বনাম রাজস্থান রয়্যালসের ধুন্ধুমার লড়াইয়ের প্রহর গোনা চলছিল। এর মধ্যেই খারাপ খবর শুনিয়ে দিলেন এবি ডিভিলিয়ার্স। সব ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা জানালেন। জানালেন, তাঁর ‘দম ফুরিয়ে গিয়েছে’। বুধবার নিজের ট্যুইটার পেজে অবসরের খবর ঘোষণা করেন এবিডি। একটি ভিডিও-বার্তায় তিনি বলেন, “দম ফুরিয়ে গিয়েছে। আমার মনে হল, এবার এগিয়ে চলা উচিত। সবকিছুরই একটা শেষ আছে। বিদেশে খেলার কোনও ইচ্ছা নেই। তবে, ঘরোয়া লিগে হয়ত খেলব”। তাঁর এই সিদ্ধান্তে স্তম্ভিত গোটা ক্রিকেট বিশ্ব।