Nrewcaff : জার্মানদের সময়টা যে একেবারেই ভাল যাচ্ছে না, তার প্রমাণ মিলল আরও একবার। গত অক্টোবরের পর থেকে এখনও জয়ের মুখ দেখেনি জার্মানি। ইংল্যান্ড, ফ্রান্স ও স্পেনের বিরুদ্ধে ড্র। এরপর ব্রাজিলের বিরুদ্ধে হার। সেই পরাজয়ের জ্বালা মিটতে না মিটতেই জার্মানদের কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে গেল অস্ট্রিয়া। শনিবার ক্ল্যাগেনফুর্টে জোয়াকিম ব্রিগেডকে 2-1 গোলে হারায় অস্ট্রিয়া। 32 বছর আগে 1986–তে শেষবার জার্মানিকে হারায় অস্ট্রিয়া। এই প্রস্তুতি ম্যাচ নিয়ে শেষ দশটি সাক্ষাতের 9টিই জেতে জার্মানি।গোটা বিশ্বের ফুটবল বিশেষজ্ঞরা বলেই রেখেছেন, রাশিয়ায় ফেভারিট ব্রাজিল। তবুও সকলেই জানেন, বিশ্বকাপে জার্মানি মানেই এক অন্য গেম-শো। কিন্তু বিশ্ব ফুটবলের বিশ্বযুদ্ধে নামার আগেই যে বড় সড় ধাক্কা খেয়ে বসল জোয়াকিম লো-এর দল। অস্ট্রিয়ার কাছে হেরে।
শনিবার ম্যাচের শুরুতেই ওজিলের গোলে এগিয়ে যায় জার্মানরা। প্রথমার্ধে খেলার ফল 1-0 থাকলেও দ্বিতীয়ার্ধের 53 ও 69 মিনিটে দু-দু’টি গোল খেয়ে বসে জোয়াকিমের দল। অস্ট্রিয়ার হয়ে গোলদু’টি করেন মার্টিন হিন্টারেগার এবং আলেসান্দ্রো সচফ। এদিন অস্ট্রিয়ার ওয়ার্দারশি স্টেডিয়ামে ম্যাচশুরুর আগে ব্যাপক বৃষ্টি হয়। ফলে ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের বেশ পরে।জার্মানরা হেরে গেলেও ইউরোপের আর এক দল ইংল্যান্ড প্রস্তুতি ম্যাচে 2-1 গোলে হারিয়ে দিল নাইজেরিয়াকে। ইংরেজদের জার্সিতে দু’টি গোল করে যান কাহিল ও হ্যারি কেন।