মায়ের ঝাড়ুতে গুণীজন

NewsCaff :  ঝাড়ু দেওয়া এক মহিলা তার কর্ম জীবনের শেষের সময় । তিনটি বড় গাড়ি আসে তাতে বিহারের সিয়ান জেলা  কালেক্টর, রেলওয়ে ইঞ্জিনিয়ার এবং একজন MD ডাক্তার, তিন জনের সঙ্গে পরিচয় হয়, তিন জনই ওই মহিলার ছেলে, লোকজন সবাই অবাক  কিন্তু বিহারের ওই মহিলা ঝাড়ু দেওয়ার কাজটি ছেড়ে দেয়নি কারণ এই কাজের জন্য , তাদের তিনজনই জীবনে সাফল্য পেয়েছে।

সম্মান জানাই  জন্মদাত্রী, আপনার চরম পাওনা এবং আপনার সংকল্প  আজ সমস্ত কর্মজীবনকে হার মানায় , ধন্য করলেন সমস্ত মাকেই !

Flamingo Media Share