মৃত। কিন্তু মর্যাদা নেই।

এটা আমাদের রাজ্যপ্রাণী। মৃত। কিন্তু মর্যাদা নেই। আজ সকালে কোলাঘাটে ৬ নং জাতীয় সড়কের পাশে একটি মেছোবিড়াল বা ফিশিং ক্যাটের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে না পিটিয়ে মেরে ফেলা হয়েছে সেই নিয়ে ধন্দ আছে। বাংলায় এই প্রাণীর নাম এলাকা ভেদে আলাদা আলাদা। কোথাও একে বাঘরোল বলা হয় কোথাও বা বাঘদাস। বাংলাদেশে কোথাও কোথাও চিতা বিড়ালও বলা হয়। ৩০ বছর আগেও এই প্রাণীরা মেদিনীপুরের গ্রামেগঞ্জের ঝোপঝাড়, বাঁশঝাড় দাপিয়ে বেড়াত। কিন্তু বর্তমানে এই প্রাণী লুপ্তপ্রায়। অনেকে প্রাণীটির সঙ্গে চিতাবাঘকে গুলিয়ে ফেলেন৷ গবাদি পশু না হলেও প্রাণীটির আরেক নাম গোবাঘা৷ পশ্চিমবঙ্গের ‘রাজ্য প্রাণী’ এই বাঘরোল বা ফিসিং ক্যাট৷ উচ্চতা বিড়ালের থেকে বেশি৷ গায়ে ছোপ ছোপ দাগ৷ তবে জাতীয় পশু হিসেবে বাঘের নাম যতটা আলোচিত হয়, রাজ্য প্রাণী হিসেবে বাঘরোল তত চর্চিত নয়৷

Flamingo Media Share