NewsCaff : দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে অপমান করার অভিযোগ বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি ও এক প্রযোজকের বিরুদ্ধে মামলা দায়ের করলেন কংগ্রেস নেতা রাজীব সিনহা৷ মঙ্গলবার সকালে গিরিশ পার্ক থানায় নিজের অভিযোগ দায়ের করেন ওই কংগ্রেস নেতা৷
সম্প্রতি নেটফ্লিক্সে নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত ওয়েবসিরিজ ‘সেক্রেড গেমস’-এর পর্দাতেই রাজীব গান্ধীর সম্পর্কে অপমানসূচক শব্দ ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন কলকাতার বাসিন্দা রাজীব সিনহা নামে এক কংগ্রেস কর্মী। তাঁর অভিযোগ, পরিচালক অনুরাগ কাশ্যপের এই সিরিজে কংগ্রেসের জমানা সম্পর্কেও অপমানসূচক শব্দ ব্যবহার করা হয়েছে।
রাজীব সিনহার আরও অভিযোগ, ‘সেক্রেড গেমস’-এ গণেশ গাইতোন্দে নামে এক ব্যক্তির চরিত্রে অভিনয় করছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। আর সেখানেই তিনি রাজীব গান্ধীকে ‘ফাটটু’ বলে অপমান করেছেন বলে খবর। ভাতের রাজনৈতিক পটভূমিকা নিয়ে তৈরি সিরিজে কেন এইভাবে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী সম্পর্কে অপমানসূচক শব্দ ব্যবহার করা হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
অন্যদিকে নওয়াজউদ্দিন সিদ্দিকি প্রসঙ্গে যদি যাওয়া যায়, তাহলে বলা যায় একের পর এক বায়েপিকে দেখা যেতে চলেছে নওয়াজউদ্দিন সিদ্দিকিকে। বালাসাহেব ঠাকরে থেকে সাদাত হাসান মান্তো, এই সমস্ত নামী ব্যক্তিত্বদের ভূমিকায় আসছেন নওয়াজ। আর এই চরিত্রাভিনয় কতটা কঠিন বা সহজ সে নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা। মান্তোর ভূমিকায় অভিনয় নিয়ে নওয়াজউদ্দিন জানিয়েছেন, যে ব্যক্তি আসল জীবনেও সত্যি কথা বলার সাহস রাখেন, তিনিই একমাত্র সাদাত হাসান মান্তো-র ভূমিকায় যোগ্য অভিনয় করবেন। যেকোনও অভিনেতাই অভিনয়ের খুঁটিনাটি, টেকনিক জানেন। তবে মন থেকে সৎ সাহসী না হলে সাদা হাসান মান্তোর ভূমিকায় অভিনয় করা যায় না। এই সততা জীবনের সঙ্গেও রাখতে হবে, কাজের জায়গার সঙ্গেও রাখতে হবে। নওয়াজের এই বক্তব্য থেকে বেশ কিছু বিতর্ক তৈরির মুখে। অনেকেই বলছেন , নওয়াজ নিজেকে সৎ সাহসী প্রমাণ করতে এই ধরণের বক্তব্য মিডিয়ায় আনছেন। আবার অনেকের দাবি, নওয়াজ একজন দক্ষ অভিনেতা, সৎব্যক্তিত্ব বলেই এই কথা বলার সাহস পেয়েছেন। এদিকে, নওয়াজ জানিয়েছেন, মান্তোর ভূমিকায় অভিনয় করাটা মোটেও সহজ বিষয় ছিল না। যে ধরনের সাহসী মানুষ ছিলেন মান্তো সমাজের কোনও খামতি দেখলেই গর্জে উঠতেন, তাতে সেইভাবে তাঁকে স্ক্রিনে ধরা না গেলে সমস্যা । আর সেই সমস্যাটাই ছিল নওয়াজের কাছে বড় চ্যালেঞ্জ।