NewsCaff : ফেক নিউজ, ভিডিও আর ফটো ভেরিফিকেশনের ব্যবস্থা তো করেছেই। সেই সঙ্গে ভারতের সমস্ত বড় কাগজে ছাপিয়েছে সতর্কতার বিজ্ঞাপন। যেখানে হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের জানাচ্ছে, কোনও ছড়িয়ে পড়া খবর ছড়িয়ে দেওয়ার আগে সাবধান হতে। নিশ্চিত হয়ে তবেই শেয়ার বাটন ক্লিক করতে।
কেউ যদি কোনও ফরওয়ার্ডেড ম্যাসেজ অপর হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের পাঠায়, তাহলে সেখানে ফরওয়ার্ডেড কথাটা ম্যাসেজের ওপরে লেখা থাকবে। যে বার্তা একজন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী নিজে তৈরি করেছেন, সেখানে এধরনের কোনও কথা লেখা থাকবে না। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ মনে করেন, কোনও ফরওয়ার্ডেড ম্যাসেজ পাঠানোর আগে একজন ব্যবহারকারী অন্তত দুবার ভাববেন বার্তাটা তিনি পাঠাবেন না সেখানে লেখা কথাগুলো গুজব ছড়ানোর প্রচেষ্টা। ‘ফরওয়ার্ডেড’ কথাটা ওয়ান-অন-ওয়ান বা গ্রুপে পাঠানো সমস্ত ম্যাসেজের ওপরই লেখা থাকবে। এই নতুন ফিচারটি হোয়াটসঅ্যাপে পেতে, ব্যবহারকারীকে শুধুমাত্র নিজের ফোনে লেটেস্ট হোয়াটসঅ্যাপ ভার্সানটি ইনস্টল করতে হবে।
দেশের সমস্ত প্রথম শ্রেণির ইংরেজি পত্রিকায় তাই বিজ্ঞাপন দিয়েছে হোয়াটসঅ্যাপ। বিজ্ঞাপন দেওয়া হয়েছে হিন্দি ও অন্যান্য বেশ কয়েকটি ভাষার খবরের কাগজেও। যাতে বলা হয়েছে, গ্রাহকরা সকলে একসঙ্গে চেষ্টা করলে ভুয়ো খবর রোধ করা সহজেই সম্ভব। এব্যাপারে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ব্যবহারকারীদের কিছু নির্দেশ মেনে চলতে বলে। বলে যেকোনও খবর ফরওয়ার্ড করার আগে যাচাই করে নিক তারা। কোনও ছবি শেয়ার করার আগেও যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে ওই সতর্কতাবার্তায়। এছাড়া, কোনও খবর নিয়ে যদি সন্দেহ থাকে, তাহলে যে ফরওয়ার্ড করেছে, তাঁকে প্রশ্ন করে জেনে নেওয়া, কোনও খবর অসত্য মনে হলে, সেটা কখনওই ফরওয়ার্ড না করা, ম্যাসেজের লিঙ্ক ভাল করে যাচাই করে নেওয়া, কোনও ওয়েবসাইটের খবরে বানান ভুলের মতো বিষয় চোখে পড়লে তা ফরওয়ার্ড না করা-এমন প্রায় দশদফা নির্দেশ দেওয়া হয়েছে সেখানে। এর সঙ্গে অ্যাপ্লিকেশনেও একটি বিশেষ ফিচার যুক্ত করার কথা জানায় হোয়াটসঅ্যাপ। ভুয়ো খবর নিয়ন্ত্রণে ভেরিফিকেশন বাটন। কোনও খবর যদি হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে তবে ওই ফিচার সম্মতি দিলে তবেই তা ভাইরাল হবে। না হলে খবর আটকে যাবে শুরুতেই। এরপরও যদি কেউ ভুয়ো মেসেজ পান। তাহলে হোয়াটসঅ্যাপ তা যাচাই করবে। আর তা লাল রং দিয়ে চিহ্নিত করা হবে। একইরকম সতর্কতা অবলম্বন করতে চলেছে আরেক ভিডিও শেয়ারিং সোশ্যাল অ্যাপ ইউটিউবও। তারা জানিয়েছে, ভুয়ো খবর সম্বলিত ভিডিও যাতে ইউটিউবের মাধ্যমে ছড়িয়ে না পড়ে সেব্যাপারে ব্যবস্থা নেবে তারা।