টুইটারে সবচেয়ে বেশি ফলোয়ার ট্রাম্পের, মোদী কতো নম্বরে জানেন ?

Prime Minister Narendra Modi.

NewsCaff : আমেরিকার প্রেসিডেন্ট পদে দায়িত্ব নেওযার পরই ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা দ্বিগুণ বেড়ে গিয়েছে বলছে সমীক্ষা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনায় প্রায় এক কোটি বেশি ফলোয়ার রয়েছে ট্রাম্পের। পাঁচ কোটি ৩৩ লক্ষ টুইটার ফলোয়ার রয়েছে ট্রাম্পের। ট্রাম্পের তুলনায় ৪৫ লক্ষ কম ফলোয়ার রয়েছে পোপের। আর তৃতীয় স্থানেই রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বার্সন কহন অ্যান্ড উলফ (বিসিডাব্লিউ) নামে একটি সংস্থার ‘টুইপলোম্যাসি’ সমীক্ষা বলছে, লাইক আর রিটুইটের ক্ষেত্রেও রাষ্ট্রপ্রধানদের মধ্যে বেশ কয়েক ধাপ এগিয়ে রয়েছেন ট্রাম্প। পরিসংখ্যান বলছে, গত কয়েক মাসে ট্রাম্পের টুইট নিয়ে ২৬.৪৫ কোটি বার ‘ইন্টার‌্যাকশন’ হয়েছে। অর্থাৎ লাইক ও রিটুইট করেছেন তার ফলোয়াররা। এটি মোদীর তুলনায় পাঁচ গুণ বেশি এবং পোপের তুলনায় ১২ গুণ বেশি।

সবচেয়ে উল্লেখযোগ্য, মার্কিন বিদেশ দফতরই একমাত্র সরকারি দফতর, যেটি প্রেসিডেন্টের অ্যাকাউন্ট ফলো করে না। ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানি এবং ইরানের বিদেশ মন্ত্রীো জাভেদ জারিফকেও ফলো করে না তারা। লাওস, তুর্কমেনিস্তান, উত্তর কোরিয়া, নিকারাগুয়া, সোয়াজিল্যান্ড এবং মউরিটেনিয়া ছাড়া বিশ্বের সব দেশের রাষ্ট্রপ্রধানদেরই অফিসিয়াল অ্যাকাউন্ট রয়েছে টুইটারে।

Flamingo Media Share