চায়নাম্যান- হিটম্যানই শেষ করে দিল ইয়নের ইংল্যান্ডকে

NewsCaff :  টিটোয়েন্টি(T20) সিরিজের তৃতীয় ম্যাচে যেখানে শেষ করেছিলেন, বৃহস্পতিবার একদিনের সিরিজের প্রথম ম্যাচে সেখান থেকেই শুরু করলেন রোহিত শর্মা। তাঁর ধুন্ধুমার ব্যাটিংয়ের সৌজন্যে সহজেই ইংল্যান্ডের দেওয়া টার্গেট পেরিয়ে গেল টিম ইন্ডিয়া। তার আগে চায়নাম্যান কুলদীপকে না বুঝতে পেরে অসহায় আত্মসমর্পন করেছিল ইংরেজ ব্যাটসম্যানরা।

দশ ওভারে ২৫ রান দিয়ে ছ’-ছ’টা উইকেট পান উত্তর প্রদেশের এই বাঁহাতি স্পিনার। ফেরান জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস, জস বাটলার, ও ডেভিড উইলিকে। ওয়ান ডে-র ইতিহাসে কোনও বাঁহাতি স্পিনারের এটাই সেরা পারফরম্যান্স। পঞ্চাশ ওভারের ক্রিকেটে ভারতীয়দের অন্যতম সেরা বোলিংও। স্টুয়ার্ট বিনি (৬-৪), অনিল কুম্বলে (৬-১২) ও আশিস নেহরার (৬-২৩) পরে কুলদীপ।

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। পিঠের ব্যথা এখনও না সারায় আজ খেলেননি পেসার ভুবনেশ্বর কুমার। তাঁর জায়গায় একদিনের দলে অভিষেক হয় পেসার সিদ্ধার্থ কউলের। এদিন ম্যাচ শুরু হওয়ার আগেই ধাক্কা খায় ইংরেজ শিবিরও। চোটের জন্য এই ম্যাচে খেলতে পারেননি ইংল্যান্ডের নির্ভরযোগ্য ব্যাটসম্যান অ্যালেক্স হেলস। দলের অনুশীলনের সময় চোট পান তিনি। অনুশীলনের সময় তাঁর চোট পাওযার ঘটনা দেখতে পাওয়া গিয়েছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিও-তে।

ইংল্যান্ডের ইনিংসের শুরুটা ভাল করেন জেসন রয় (৩৮) ও জনি বেয়ারস্টো (৩৮)। এই দুই ব্যাটসম্যানকেই ফেরান কুলদীপ। তিনি জো রুটকেও (৩) আউট করেন। উইকেটে জমে যাওয়া স্টোকস ও বাটলারকেও ফেরান কুলদীপই। উমেশ যাদব দু’টি এবং যুজবেন্দ্র চাহল একটি উইকেট নেন। ৪৯.৫ ওভারে ২৬৮ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। মিডল অর্ডারে বেন স্টোকস (৫০) ও জোস বাটলার (৫৩) লড়াই করলেও, শেষপর্যন্ত বিশাল স্কোর করতে পারেননি তাঁরা।

রান তাড়া করতে নেমে ভারতীয় দলের হয়ে ইনিংসের শুরুটা ভাল করেন ধবন ও রোহিত। দলের ৫৯ রানের মাথায় মইন আলির বলে আদিল রশিদের হাতে ক্যাচ দিয়ে ধবন ফিরে যাওয়ার পর রোহিতের সঙ্গে জুড়ি বাঁধেন বিরাট। তাঁরা ১৬৭ রান যোগ করেন। আদিল রশিদের বলে বিরাট স্টাম্প আউট হওয়ার পর ক্রিজে আসেন লোকেশ রাহুল (৯)। তিনি ও রোহিত দলকে জয় এনে দেন। ৪০.১ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতীয় দল।

Flamingo Media Share