NewsCaff : ব্যক্তিগত সম্পদের নিরিখে অম্বানী এ বার টপকে গেলেন চিনের ই-কমার্স জায়ান্ট ‘আলিবাবা’-র প্রতিষ্ঠাতা জ্যাক মা-কে।
ব্লুমবার্গের বিলিয়নেয়ার্স ইনডেক্স বা কোটিপতি সূচক জানাচ্ছে, ভারতের বেসরকারি তেল শোধনাগার থেকে শুরু করে টেলিকমিউনিকেশন ব্যবসার নেতৃত্বে থাকা রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশের ব্যক্তিগত সম্পদের পরিমাণ শুক্রবার পর্যন্ত ছিল ৪ হাজার ৪৩০ কোটি মার্কিন ডলার। আর বৃহস্পতিবার পর্যন্ত জ্যাক মা-র সম্পদের পরিমাণ ছিল ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার।
প্রসঙ্গত, ৪জি ডিজিটাল পরিষেবাকে নতুন মাত্রা দিয়েছে তারা। আর এই পরিষেবা প্রদানের স্বীকৃতি হিসেবে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (আরআইএল) পেল ‘ড্রাইভার্স অব চেঞ্জ’ পুরস্কার। গত বৃহস্পতিবার লন্ডনে ‘ফিনান্সিয়াল টাইমস আরসেলরমিত্তল বোল্ডনেস ইন বিজনেস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়।
লন্ডনের ওই অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন সংস্থার চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর মুকেশ অম্বানী। তিনি বলেন, ‘‘জিও-র মাধ্যমে আমরা দেশের ডিজিটাল মানচিত্রকে নতুন দিশা দেখাতে পেরেছি। আজকের এই স্বীকৃতি ভারতকে উন্নততর ভারত এবং বিশ্বকে উন্নততর বিশ্ব করার ক্ষেত্রে আমাদের প্রচেষ্টাকে স্বীকৃতি দিল।”
শক্তি, পেট্রোকেমিক্যাল, বস্ত্র, খুচরো ব্যবসা, টেলিযোগাযোগ এবং ডিজিটাল সার্ভিসের মতো ক্ষেত্রে বহু দিন ধরেই কাজ করে আসছে রিলায়েন্স। সেই সূত্র ধরে ওই অনুষ্ঠানে এফটি-র এডিটর লিওনেল বারবের বলেন, “শক্তি উৎপাদন থেকে শুরু করে ৪জি ডিজিট্যাল পরিষেবা— প্রতিটি ক্ষেত্রে মুকেশ অম্বানী ব্যাপক হারে পরিবর্তন এনেছেন। তিনিই সঠিক বিজেতা।”
উল্লেখ্য, ছ’টি বাণিজ্যিক সংস্থার মধ্য থেকে এফটি’র সাংবাদিক এবং বিচারকরা রিলায়েন্স প্রথম হিসেবে বেছে নেন।