মেদিনীপুর শহরে বিজেপির কৃষক কল্যাণ সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষকদের উৎপাদিত শস্যের সহায়ক মূল্য বাড়ানোর কেন্দ্রীয় সিদ্ধান্তের পর বিজেপি প্রধানমন্ত্রীকে দেশজুড়ে সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেয়। এই উদ্যোগেরই অংশ হিসেবে আজ মেদিনীপুর কলেজ ময়দানে নরেন্দ্র মোদীকে সংবর্ধনা দেয় রাজ্য বিজেপি। কিন্তু সেই সভাতেই ঘটে দুর্ঘটনা। সামিয়ানা ভেঙে আহত হন ২৬ জন। তাঁদের দ্রুত মেদিনীপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে আহতদের দেখতেও যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ও আহতদের দ্রুত আরোগ্য জানিয়ে ট্যুইট করেন। এবং আহতদের রাজ্য সরকার চিকিৎসায় সবরকম সাহায্য করবেন বলে জানান।