কেন্দ্রীয় সরকার ফসলের সহায়কমূল্য বাড়ানোর জন্য আজ প্রধানমন্ত্রীকে সম্বর্ধনা দিল রাজ্য বিজেপি। এই সভার নাম দেওয়া হয়েছে ‘কৃষক কল্যাণ সভা’।
মেদিনীপুরের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে বক্তৃতা শুরু করলেন প্রধানমন্ত্রী। প্রবল বৃষ্টির মধ্যেই কলাইকুন্ডায় বায়ুসেনা ঘাঁটিতে নামেন প্রধানমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টারে মেদিনীপুর শহরে। হেলিপ্যাড থেকে সড়কপথে পৌঁছন কলেজ গ্রাউন্ডের সভা ময়দানে। গোটা রাস্তা জুড়েই থিকথিক করছিল তৃণমূলের ২১ জুলাই-এর ব্যানার-ফেস্টুন। মমতার বড় বড় ছবি। সেটাকেই কটাক্ষ করে মোদী বলেন, “আমাকে স্বাগত জানানোর জন্য মমতাদিদিকে অসংখ্য ধন্যবাদ।”
বক্তৃতার শুরুতেই কিছুটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। সভা থামিয়ে নিজেই সেই পরিস্থিতি সামলান প্রধানমন্ত্রী। ভেঙে পড়ে সামিয়ানা। আহত হল ২৬ জনয তাঁদের দেখেতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ও ট্যুইটে আহতের দ্রুত আরোগ্য কামনা করে, চিকিৎসায় রাজ্য সরকার সবরকম সাহায্য করবে বলে জানান।
কিন্তু এদিনের সভায় বাংলা ভাষায় কী বললেন মোদী ? শুনে নিন ভিডিও –