NewsCaff : ১৯৯৮ সালে প্রথমবার বিশ্বকাপে এসে সেমিফাইনালে ওঠাই ছিল তাদের সেরা সাফল্য। রাশিয়ায় ফাইনালে উঠে যা এর মধ্যেই ছাপিয়ে গিয়েছেন লুকা মদরিচ, ইভান রাকিতিচরা। কাপ জিতলে নতুন চ্যাম্পিয়ন পাবে ফুটবলবিশ্ব। সৃষ্টি হবে ইতিহাস। যুদ্ধবিধ্বস্ত একটা দেশের ফুটবল কেন্দ্র করে বাঁচার লড়াই পাবে অন্য মাত্রা।
কিন্তু হল না। ২০১৮ বিশ্বকাপ জিতল ফ্রান্স।
ম্যাচ শুরুর ১৮ মিনিটেই এগিয়ে গেল ফ্রান্স। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ল ক্রোয়েশিয়া।
ক্রোয়েশিয়ার ডি বক্সের বাইরে গ্রিজম্যানকে ফাউল করেন মার্সেলো ব্রজভিচ। প্রায় ৩০ গজ দূর থেকে সেট পিস নেন গ্রিজম্যান।
গোলের মুখে হেড দিতে উঠে মানজুকিচের মাথায় লেগে গোল জড়িয়ে যায় ক্রোয়েশিয়ার জালে। গোলরক্ষক সুবাসিচের কার্যত কিছুই করার ছিল না। কিন্তু দূরন্ত গোলে ক্রোয়েশিয়াকে সমতা ফেরায় ৪ নম্বর। কিন্তু তার কিছুক্ষণ পরেই পেনাল্টি থেকে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেয় গ্রীজম্যান। দ্বিতীয়ার্ধে খেলা ধরে নেয় ফ্রান্স। শেষে জেতে ৪-২ ব্যবধানে।
ম্যাচ শুরুর আগে লুঝনিকি স্টেডিয়ামে জমকালো সমাপ্তি অনুষ্ঠান হয়। নাচে গানে মাতিয়ে দেন বিশ্বসেরা শিল্পীরা।
প্রসঙ্গত, রাশিয়ায় গ্রুপ পর্বে ক্রোয়েশিয়া তিনটি ম্যাচেই জিতে নক আউট পর্বে পৌঁছয়। ফ্রান্স দুটি ম্যাচ জিতলেও আটকে গেছিল ডেনমার্কের কাছে। নক আউট পর্বের প্রথম ম্যাচ থেকেই দুরন্ত ফর্মে দেখা গেছে কিলিয়ান এমবাপেদের। গ্রিজম্যান , ভারানে , লরিসদের মতো ফুটবলাররা রয়েছেন নিজেদের সেরা ছন্দে।
নকআউটে ফ্রান্স হারায় আর্জেন্তিনা, উরুগুয়ে ও বেলজিয়ামকে।
অন্যদিকে, ক্রোয়েশিয়া নক আউট পর্বে জেতে ডেনমার্ক, রাশিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে।