NewsCaff : বিশ্বকাপ ফাইনালে গোলের বন্যা। শেষ বার হয়েছিল ১৯৬৬ সালে। ৪-২ গোলে পশ্চিম জার্মানিকে হারিয়েছিল ইংল্যান্ড। এর আগে ১৯৫৮ সালে ১৮ বছর বয়সী পেলের জোড়া গোলে সুইডেনকে ৫-২ ফলাফলে হারিয়েছিল ব্রাজিল। ২০১৮ সালে হলো ৬ গোল। ফ্রান্স করল ৪ টি গোল আর ক্রোয়েশিয়া করল ২ টি গোল। ১৯৯৮ সালেও ফাইনালে ৩ গোল দিয়ে বিশ্বকাপ নিয়েছিল ফ্রান্স। এবারও চার গোল করে বিশ্বকাপ মাতাল ফ্রান্স।
প্রসঙ্গত, ম্যাচ শুরুর ১৮ মিনিটেই এগিয়ে গেল ফ্রান্স। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ল ক্রোয়েশিয়া।
ক্রোয়েশিয়ার ডি বক্সের বাইরে গ্রিজম্যানকে ফাউল করেন মার্সেলো ব্রজভিচ। প্রায় ৩০ গজ দূর থেকে সেট পিস নেন গ্রিজম্যান।
গোলের মুখে হেড দিতে উঠে মানজুকিচের মাথায় লেগে গোল জড়িয়ে যায় ক্রোয়েশিয়ার জালে। গোলরক্ষক সুবাসিচের কার্যত কিছুই করার ছিল না। কিন্তু দূরন্ত গোলে ক্রোয়েশিয়াকে সমতা ফেরায় ক্রোয়েশিয়ার ৪ নম্বর। কিন্তু তার কিছুক্ষণ পরেই পেনাল্টি থেকে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেয় গ্রীজম্যান। দ্বিতীয়ার্ধে ম্যাচের চার নম্বর গোল। ৬৪ মিনিটে দুরন্ত শটে গোল করে ফ্রান্সকে ৩-১ গোলে এগিয়ে দেন পোগবা। তিন মিনিট পরই ম্যাচের ৬৭ মিনিটে দলের হয়ে চার নম্বর গোলটি করেন এমবাপে। ২৫ গজ দূর থেকে নেওয়া শটে জালে বল জড়িয়ে দেন ১৯ বছরের এমবাপে। ৬৯ মিনিটে ম্যাচের ৬ নম্বর গোল। মাঞ্জুকিচ ক্রোয়েশিয়ার হয়ে করেন দ্বিতীয় গোল। ম্যাচের ফল দাঁড়ায় ৪-২।
তবে সবথেকে বেশি গোল হয় ১৯৫৮-র বিশ্বকাপ ফাইনালে। সুইডেনকে ৫-২ গোলে হারায় ব্রাজিল। দুটি করে গোল করেছিলেন পেলে ও ভাভা।