বিখ্যাত বলিউড অভিনেত্রীর জীবনাবসান, শোকের ছায়া ইন্ডাস্ট্রিতে

popular actress Rita Bhaduri

NewsCaff :   প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী রীতা ভাদুড়ি। বয়স হয়েছিল ৬২ বছর। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন রীতা দেবী। ১০ দিন আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার সকালে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রীতা। রীতা ভাদুড়ির মৃত্যুতে অভিনয় জগতের শোকের ছায়া নেমে এসেছে।

রীতার মৃত্যুর খবর সর্বপ্রথম জানান অভিনেতা শিশির শর্মা। এ দিন ফেসবুকে শিশির লেখেন ‘দুঃখের খবর, রীতা ভাদুড়ি আমাদের ছেড়ে গেলেন। আজ দুপুর ১২টা নাগাদ পারসি ওয়াডা রোডের শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। একজন অসাধারণ মানুষকে হারালাম। এই ইন্ডাস্ট্রির অনেকের কাছেই একজন মা ছিলেন রীতা দেবী। মাকে আমরা মিস করব।’ সম্প্রতি ‘নিমকি মুখিয়া’ বলে একটি ধারাবাহিকে অভিনয় করেছিলেন রীতা ভাদুড়ি। প্রায় ৭০ টিরও বেশি ছবিতে দেখা গিয়েছিল রীতাকে। রাজ, জুলি, বেটা এবং আরও বেশ কিছু ছবিতে অভিনয় করে নিজের জাত চিনিয়েছিলেন রীতা দেবী। টেলিভিশনের সঙ্গেও যুক্ত ছিলেন দীর্ঘ দিন। তিরিশেরও বেশি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ৭-এর দশক থেকে ৯-এর দশক পর্যন্ত বলিউডে দাপিয়ে অভিনয় করেছেন রীতা ভাদুড়ি। ‘সাওয়ান কো আনে দো’, ‘রাজা’ সহ বলিউডের একাধিক হিট সিনেমায় অভিনয় করেছেন রিতা। ‘রাজা’-তে দুর্দান্ত অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কারও পান রীতা ভাদুড়ি।

ভারতীয় সিনেমার অন্যতম মাইলস্টোন ‘জুলি’-তেও অভিনয় করেন এই অভিনেত্রী। ‘ইয়ে রাতে ন্যায়ী পুরানি’-তে রীতা ভাদুড়ির দৃশ্যায়ন এখনও যেন দর্শকদের মনে দাগ কেটে যায়।

Flamingo Media Share