বিশ্বজয় করে দেশে ফিরেছে দল, ফরাসি সরকার কী পুরস্কার দিচ্ছেন জানেন ?

World Winners came

NewsCaff :  রাশিয়া থেকে বিশ্বকাপ ট্রফি নিয়ে প্যারিসে এলেন বিশ্বজয়ীরা। দ্বিতীয়বার দেশকে বিশ্বকাপ এনে দিয়েছেন দিদিয়ে দেশঁ। এবার এমবাপেদের মুকুটে জুড়তে চলেছে আরও এক সম্মান। বিশ্বকাপ জয়ের জন্য দিদিয়ে দেশঁর গোটা দলকেই ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মান লিজিয়ঁ দ্য’নর দিতে চলেছে ফরাসি সরকার।

বিশ্বজয়ীরা এয়ারপোর্টে নামতেই উল্লাস আর আনন্দের মিশেলে ভেসে যায় বিমানবন্দর চত্বর। বিমানের দরজা খুলে প্রথমে বেরিয়ে আসেন ফরাসি কোচ দিদিয়ে দেশঁ এবং অধিনায়ক হুগো লরিস। দু’জনের হাতেই ধরা ছিল বিশ্বকাপ। তার পরেই হুডখোলা ডাবল ডেকার বাসে তোলা হয় গোটা দলকে। এরপর শঁজে লিজের রাস্তা ধরে জাতীয় দলকে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর প্রাসাদে। সেনাবাহিনী কুচকাওয়াজ করে অভিবাদন জানিয়ে ফরাসি দলকে নিয়ে যায় প্রেসিডেন্টের প্রাসাদে।

Flamingo Media Share