News Caff : ‘অতিরিক্ত’ হিংসাত্মক দৃশ্য, অশ্লীলতা কিংবা যৌনতা দেখানোর জন্য বেশ কয়েকটি ছবিতে নিষেধাজ্ঞা জারি করেছিল সেন্সর বোর্ড। আবার সেই ছবিগুলিই দেশের বাইরে অসংখ্য পুরস্কার পেয়েছে।পরবর্তীতে কয়েকটি মুক্তি পেয়েছে।কয়েকটি মুক্তি পায়নি। সেই রকমই ৬ টি ছবি নিয়ে আজকের আলোচনা। দেখে নেওয়া যাক সেই ছবিগুলি কী কী –
৫) ব্যান্ডিট কুইন (১৯৯৪): শেখর কপূরের ছবিটি ফুলন দেবীর জীবন নিয়ে নির্মিত। যৌনদৃশ্য, অশ্লীল ভাষার ব্যবহারের কারণে দিল্লি হাই কোর্ট প্রথমে নিষেধাজ্ঞা জারি করেছিল। যদিও কান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিল এটি। ছবি নিয়ে আপত্তি তুলেছিলেন ফুলন দেবীও।
৪) ফায়ার (১৯৯৬): বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় গোষ্ঠীর আপত্তিতে মুক্তির পরে নিষিদ্ধ করা হয় ছবিটি। দুই নারীর মধ্যে সমকামিতার সম্পর্ক দেখানো হয়েছিল এতে। ১৯৯৯ সালে আইনি জটিলতা কাটিয়ে মুক্তি পায় ছবিটি। শাবানা আজমি ও নন্দিতা দাশকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
৩) কামসূত্র-আ টেল অব লাভ(১৯৯৬): পরিচালক মীরা নায়ার। দেশের বাইরে পুরস্কৃত হলেও ছবিটি ভারতে মুক্তি পায়নি। অতিরিক্ত যৌন দৃশ্য ব্যবহারের কারণে নিষেধাজ্ঞা জারি করে সেন্সর বোর্ড।
২) পাঁচ(পঞ্চ): অনুরাগ কাশ্যপ পরিচালিত ছবিটিতে মাদকাসক্ত তরুণ প্রজন্ম, ভয়াবহ হিংসা, অশ্লীল ভাষাপ্রয়োগ, বিতর্কিত চিত্রনাট্য-এই সব যুক্তিতে নিষিদ্ধ হয় ছবিটি। ২০০১ সালে সেন্সর বোর্ড অসংখ্য দৃশ্য ছেঁটে ফেলতে নির্দেশ দেয়।
১) ব্ল্যাক ফ্রাইডে(২০০৪) : পরিচালক অনুরাগ কাশ্যপ। মুম্বই বোমা হামলার উপর নির্মিত এই ছবিটিতে নিষেধাজ্ঞা জারি করে আদালত। তখন এই বোমা বিস্ফোরণ নিয়ে মামলা চলছিল। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিষেধ জারি ছিল।