NewsCaff : নিয়োগ করা হবে মোটর ভেহিকল ইন্সপেক্টর পদে। বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমঙ্গ সরকার। বাংলা ভাষায় কথা বলা এবং লেখায় পারদর্শীরা এই নিয়োগে অগ্রাধিকার পাবেন বলে জানানো হয়েছে এই বিজ্ঞপ্তিতে। তবে যাঁদের মাতৃভাষা নেপালি তাঁদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।সবমিলিয়ে ৬৬টি পদে নিয়োগ সম্পন্ন করা হবে। ওবিসি-র এ ক্যাটাগরিতে ৬ জন, ওবিসি-র বি ক্যাটাগরিতে ৪ জন, এসসি জনজাতি ভুক্ত ক্ষেত্রে ১৪ জন এসটি ক্যাটাগরিতে ৪জন, স্পোর্টস ক্যাটিগরিতে ১ এবং প্রতিবন্দীদের জন্য ১টি আসন সংক্ষিত রয়েছে।মাইনে- বেসিক পে- ৭,১০০টাকা, গ্রেড পে – ৩,৯০০টাকা ধরে মোট বেতন ৩৭,৬০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয়ের থেকে স্নাতক ডিগ্রি বয়স- ০১.০১.২০১৮-র মধ্যে প্রার্থীর বয়স ১৮ বছরের নিচে হওয়া চলবে না, সর্বোচ্চ সীমা ৩৯ বছরের ঊর্ধ্বে নয়।
আরও বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে –
https://pscwb.ucanapply.com/EntrancePSC1/entrance/?app-id=UElZMDAwMDAwMQ==