NewsCaff : এইট্থ শিডিউলে যে ২২ টি ভাষার স্বীকৃতি রয়েছে। এতদিন মধ্যে তার অহমিয়া, বাংলা, গুজরাতি, হিন্দি, কন্নড়, মালয়ালম, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলেগু এবং উর্দু – এই ১৭ টি ভাষা রাজ্যসভায় ব্যবহার করা যেত। বুধবার তার সঙ্গে বাকি থাকা দোগরি, কাশ্মীরি, কোঙ্কনি, সাঁওতালী এবং সিন্ধি -এই ৫ টি যুক্ত হল। এই ঘোষণাই বেঙ্কাইয়া নাইডু করেন, বাংলা, গুজরাতি, কন্নড়, মালয়ালম, মারাঠি, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল ও তেলেগু – এই ১০ টি ভাষায়।
যা কার্যত রেকর্ড। রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু একটি রেকর্ডই গড়ে ফেললেন। এই বেঙ্কাইয়া নাইডুই কিন্তু উপরাষ্ট্রপতি হওয়ার আগে ২০১৭-র জুনে হিন্দি ভাষাকে ভারতবাসীর ‘মাতৃভাষা’ বলে বিতর্কে জড়িয়েছিলেন। তিনি তখন বলেছিলেন সব ভারতীয়রই হিন্দি শেখা উচিত।
অন্যদিকে, শেষ পর্যন্ত ধন্দ কাটিয়ে শিবসেনা জানিয়ে দিল, শুক্রবার কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বিরোধী শিবিরের অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেবে তারা। আগামীকালের গুরুত্বপূর্ণ ভোটাভুটির একদিন আগে মোদীর পাশে থাকার ভরসা দিল শিবসেনা। বিজেপির কাছে যা নিঃসন্দেহে বড় স্বস্তির খবর। বিজেপি জোটে থেকেও দীর্ঘদিন ধরেই একাধিক ইস্যুতে বড় শরিকের বিরোধিতা করছে উদ্ধব ঠাকরের দল। সে কারণেই কাল তারা কী করবে, তা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা ছিল।