NewsCaff : টলিউডে যেন অসুস্থতা লেগেই রয়েছে। যীশু সুস্থ হতে না হতেই আবার অসুস্থ এক অভিনেত্রী। তিনি পাওলি দাম। স্লিপ ডিস্কের ব্যথায় কাবু অভিনেত্রী পাওলি দাম।কোনওক্রমে পেনকিলার খেয়ে শুক্রবার তাঁর সদ্যমুক্তিপাপ্ত ছবি, লীনা গঙ্গোপাধ্যায়ের পরিচলনায় ‘মাটি’ প্রিমিয়ারে গিয়েছিলেন ঠিকই! কিন্তু ডাক্তার বলেছেন, আগামী কয়েকদিন তাঁকে সম্পূর্ণ বেড-রেস্টে থাকতে হবে।
নিজের অসুস্থতার কথা ট্যুইটারে শেয়ার করলেন পাওলি। জানালেন, ফিজিওথেরাপি চলছে। ব্যথার উপশম খানিকটা হয়েছে, কিন্তু সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে। এ’বছরের শেষে মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়ের পরিচালনায় ‘কণ্ঠ’। সেখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলবে নায়িকার। শুটিং পর্ব শেষ। চলছে ডাবিং। কিন্তু ব্যথার জন্য ডাবিংয়েও হাজির থাকতে পারছেন না পাওলি। জানা গেল, তিনি তাঁর ডাবিং শেডিউল কিছুদিন পিছিয়েছেন।
প্রসঙ্গত, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জামিল ভাইয়ের মতো মানুষের অবদান অবশ্যই আছে। আবার বিপরীতটাও আছে। দুই সম্প্রদায়ের মধ্যে বিশ্বাসের বাতাবরণটি যে বেশ পলকা সেটাও বলেছেন তিনি। আসলে ‘মাটি’ শেকড় ছেঁড়া অতীত আর আবেগে ভরপুর গল্প। সিনেমা ব্যাপারটাই অনুপস্থিত। একমাত্র দাঙ্গার সময় ঘরের মধ্যে একটি ঘোড়ার উপস্থিতি সত্যিই ইঙ্গিত-বহ। দেবজ্যোতি মিশ্র নিজের কোর্টে বল পেয়ে গানের সুরে ও আবহে চার-ছয় হাঁকিয়েছেন। অভিনয়ে আদিল হুসেন তাঁর চাপা ব্যক্তিত্ব নিয়ে জামিল ভাইয়ের চরিত্রে প্রাণ দিয়েছেন। পাওলি বেশ ভাল অভিমানে, রাগে এবং সমবেদনায়। সাবিত্রী চট্টোপাধ্যায়, চন্দন সেন, মনামি ঘোষ, অপরাজিতা আঢ্যও বাঙাল ভাষা বলায় বেশ চোস্ত। অতীত খুঁড়ে বেদনা জাগাতে চাইলে ‘মাটি’ দেখতেই হয়।