বুদ্ধবাবুর এক সময়ের নয়ণের মণি মমতার ২১ জুলাইয়ের সভায়! কে তিনি জেনে নিন

সরাসরি জোড়া ফুল শিবিরে যোগ দিচ্ছেন না, কিন্তু কাস্তে হাতুড়ির মোহ কাটিয়ে তিনি যে জোড়া ফুলের দিকে ঝুঁকেছেন, তা প্রমাণ মিলেছে দিন কয়েক আগেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের আদিবাসি উন্নয়ন কমিটির শীর্ষে বসেছেন তিনি। এবার একুশে জুলাইয়ের মঞ্চেও উপস্থিত হলেন ঋতব্রত। রাজনৈতিক মহলের ধারণা, সিপিএমের বিক্ষুব্ধ ছাত্র যুব নেতৃত্বের একাংশকে তৃণমূলমুখী করছেন তিনি। সব মিলিয়ে, একদা সিপিএমের ‘মুখ’কে এদিন দেখা গেল তৃণমূলের একুশের মঞ্চে। রাজনীতির কারবারিদের একাংশ বলছেন, এটাই বোধহয় পঁচিশতম একুশে জুলাইয়ের অন্যতম চমক! অর্থাৎ সিপিএমের বহিষ্কৃত সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জল্পনা তৈরি হয়েছিল, তিনি কি তৃণমূলে যাবেন? কিন্তু সেই গুঞ্জনে জল ঢাললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্বয়ং।
Chat Conversation End
Flamingo Media Share