NewsCaff : হিম শীতল মানসিকতায় প্রতিদ্বন্দ্বীকে ধরাশায়ী করাই হোক বা, কঠিন পরিস্থিতিতে ম্যাচ বার করে আনা। এ সবের জন্যই ধোনি ক্যাপ্টেন কুলের তকমা পেয়েছিলেন। প্রফুল কন্যার বিয়েতে ধোনির সঙ্গে বলিউডের গায়ক রাহুল বৈদ্য আড্ডা জমালেন বাথরুমে! সেখানে ছিলেন আরও বেশ কয়েকজন।
রাহুল নিজের ফোন থেকে একটা ভিডিও শুট করেন। ধোনির ভূমিকা করতে গিয়ে তাঁর সেই শীতল মানসিকতার কথাই বলেন তিনি। রাহুলকে থামিয়েই মাহি মজা করে বলেন যে, তিনি শুধু বাথরুমেই কুল।
উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শেষ করেই ধোনি সোজা চলে এসেছিলেন মুম্বইতে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট প্রফুল প্যাটেলের কন্যা পূর্ণার বিয়েতে সপরিবারে হাজির ছিলেন টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক।
প্রসঙ্গত, ইংল্যান্ডে শেষ ওয়ান ডে-র ঘটনা। ভারত সিরিজ হেরে মাঠ থেকে বেরচ্ছিল। একদম পিছনে আম্পায়ারদের সঙ্গে হাঁটছিলেন এমএস ধোনি ও ভারত অধিনায়ক বিরাট কোহালি। হঠাৎই দেখা যায় ম্যাচ বলটি আম্পায়ারের থেকে চেয়ে নেন ধোনি। বল আম্পায়ারের হাত থেকে নেওয়া কয়েক সেকেন্ডের ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। শুরু হয় জল্পনা। ধোনি কি তা হলে অবসর নিচ্ছেন? সোশ্যাল মিডিয়ায় প্রবল আবেদন আসতে শুরু করে ধোনি ছেড়ে যেও না।
এই নিয়ে ধোনি মুখ না খুললেও ধোনি সমর্থকদের শেষ পর্যন্ত আশ্বস্ত করলেন কোচ রবি শাস্ত্রী। তিনি জানিয়ে দিলেন, ‘‘ধোনি কোথাও যাচ্ছে না।’’। শাস্ত্রী জানান, ধোনি বলটি নিয়েছিলেন বোলিং কোচ ভরত অরুণকে দেখানোর জন্য।