NewsCaff : প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ে নিয়ে বি-টাউন এখন সরগরম। তাঁরা কোথায় যাচ্ছেন, কী করছেন সে খবর মুহূর্তে মূ্হূর্তে রাখার চেষ্টা করছেন পিগিচপের ফ্যানেরা। কিন্তু তাঁরই মধ্যে একটি খবরে তীব্র জল্পনা ছড়িয়েছে। গুঞ্জন বলিউডে কি কেরিয়ার শেষ করছেন প্রিয়াঙ্কা চোপড়া ?
বুঝতে পারছি সব গুলিয়ে যাচ্ছে তো ? তাহলে খুলেই বলা যাক –
জানা যাচ্ছে, ‘ভরত’-এর জন্য দিশা এবং সলমন নাকি একটি গানের দৃশ্যের শুটিংও সেরে ফেলেছেন। করিওগ্রাফার বৈভবী মার্চেন্টের নির্দেশেই ওই গানের দৃশ্যে শুটিং করে নিয়েছেন সলমন, দিশা। ২০১৯-এর ইদের সময় পরিচালক আলি আব্বাস জাফরের সিনেমা ‘ভরত’-এর মুক্তি পাওয়ার কথা। কিন্তু প্রিয়াঙ্কা চোপড়া নাকি ‘ভরত’-এ সলমনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন না বলে জানিয়ে দিয়েছেন। আর তাতেই জল্পনা শুরু হয়েছে।
মুম্বই মিরর-এর খবর অনুযায়ী, প্রিয়াঙ্কা চোপড়া নাকি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, তিনি ‘ভরত’-এ অভিনয় করবেন না। সংশ্লিষ্ঠ সংবাদমাধ্যমের তরফে জানা গিয়েছে, ‘ভরত’-এর তুলনায় বেশ বড় প্রজেক্ট নাকি হাতে এসেছে প্রিয়াঙ্কার। আর সেই কারণেই নাকি তিনি সলমনের সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছেন। অন্যদিকে বলিউডলাইফ কিন্তু অন্য কথা বলছে। বলিউডলাইফ-এর খবর অনুযায়ী, শিগগিরই নাকি বিয়ে করতে পারেন প্রিয়াঙ্কা চোপড়া। মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে বিয়ে তাড়নাতেই নাকি ‘ভরত’ থেকে সরে যাচ্ছে প্রিয়াঙ্কা। কিন্তু, প্রিয়াঙ্কা যদি ‘ভরত’ থেকে সরে যান, তাহলে সলমনের সঙ্গে তাঁর সম্পর্কের উপর এর প্রভাব পড়বে বলেই মনে করছে বি টাউনের একাংশ। যদিও, এ বিষয়ে পিগি কোনও মন্তব্য করেননি। চুপ রয়েছেন সলমনও।
তবে সম্প্রতি সলমন খানের বোন অর্পিতা খানের বাড়িতে দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়াকে। ‘ভরত’-এ অভিনয় করবেন না বলেই কি সলমনের বোনের বাড়িতে হাজির হন প্রিয়াঙ্কা? সে বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি। প্রসঙ্গত, ‘ভরত’-এর প্রযোজনা করছেন সলমনের বোন আলভিরা খানের স্বামী অতুল অগ্নিহোত্রী।
উল্লেখ্য, শোনা যাচ্ছে বাগদান পর্ব সেরে ফেললেন প্রিয়াঙ্কা চোপড়া। মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে আংটি বদল বদল সেরে ফেললেন বলিউডের এই প্রথম সারির এই অভিনেত্রী। শুধু তাই নয়, চলতি বছরই নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কা বিয়েটাও সেরে ফেলবেন বলে জানা যাচ্ছে।
রিপোর্টে প্রকাশ, প্রিয়াঙ্কা চোপড়ার ৩৬ বছরের জন্মদিনেই নিক জোনাসের সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলেন অভিনেত্রী। অর্থাত, লন্ডনে বসেই জীবনের চরম সিদ্ধান্ত নিয়ে নেন প্রিয়াঙ্কা। সম্প্রতি নিউ ইয়র্কের একটি দোকানে আংটি কিনতে যান নিক জোনাস। এরপরই সেই আংটি নিয়ে পিগির সঙ্গে লন্ডনে উড়ে যান মার্কিন পপ তারকা। বিদেশে বসেই শুভ কাজটি সেরে ফেলেন তাঁরা। তবে এ খবরের সত্যতা News Caff যাচাই করেনি।