NewsCaff : ২০১৯ বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেবেন দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার ডেল স্টেইন। ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর কথা ঘোষণা করে দিলেন দক্ষিণ আফ্রিকার এই পেসার। স্টেইনের বিশ্বাস তাঁর পারফর্মেন্স ও তাঁর অভিজ্ঞতা তাঁকে বিশ্বকাপ দলে জায়গা করে দেবে। এই দক্ষিণ আফ্রিকা দলের ভারসাম্য নিয়ে কথা বলতে গিয়ে স্টেইন বলেন, দক্ষিণ আফ্রিকার এই মুহূর্তে যে ব্যাটিং লাইন আপ তাতে প্রথম ছয়জন খেলে ফেলেছে হাজার ম্যাচ। আট নম্বর থেকে ১১ নম্বর পর্যন্ত যারা রয়েছে তারা ১৫০ ম্যাচও খেলেনি। বিশ্বকাপে অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। আমার মনে হয় সেটাই আমার ট্রাম কার্ড।
তিনি বলেন, আমি ইংল্যান্ড বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার চেষ্টা করব। কিন্তু বিশ্বকাপের পর আমি নিজেকে আর সাদা বলের ক্রিকেটে দেখছি না।
তিনি ওয়ানডে থেকে অবসরের কথা জানিয়ে দিলেও তিনি টেস্ট ক্রিকেট চালিয়ে যেতে চান। তিনি বলেন, আমি যতদিন পারব টেস্ট ক্রিকেট চালিয়ে যাব।
এই খবরে স্বাভাবিকভাবেই হতাশ স্টেইন অনুরাগীরা।