NewsCaff: যাঁরা বলেন কলকাতায় প্রেম করার জায়গা নেই, তাঁদের জন্য সুখবর। এবার যে খবরটা জানাব সত্যি প্রেমিক – প্রেমিকাদের প্রেম করার আদর্শ জায়গা সেটি। তাহলে একটু খোলসা করেই বলা যাক – এ্যসপ্ল্যানেড এলাকায় যারা একটু নিরিবিলিতে বসতে চান, স্ন্যাক্স সহ। তাঁদের জানাচ্ছি ১০ টাকার টিকিট কেটে স্মরণিকা ট্রামে উঠে পড়ুন এ ট্রাম অবশ্য চলে না। ট্রাম কোম্পানীর এ্যাসপ্ল্যানেড গুমটি এলাকায় সুন্দর সাজানো বাগানের মধ্যে এই ট্রাম দাঁড়িয়ে আছে। এয়ার কন্ডিশনড, ট্রামের দেওয়ালে পুরোনো কলকাতার ছবি দেখতে পাবেন, একটা কাউন্টার আছে সেখানে পোটাটো চিপস বিস্কুট, মিনারেল ওয়াটার পাওয়া যাবে। সঙ্গে কিছু মনীষীর ছবি তার সঙ্গে তাঁদের ট্রাম সম্বন্ধে কিছু অভিজ্ঞতা লিপিবদ্ধ আছে এই ট্রামে।
ঠিক ধরেছেন এই ট্রামই প্রেমিকযুগলের পক্ষে আদর্শ জায়গা। ১০ টাকায় এক ঘন্টা এয়ারকন্ডিশনে বিশ্রাম সঙ্গে আলাপ বিলাপ বিশ্রম্ভালাপ সবই চলবে। তাতে যদি না কুলোয় কুড়ি টাকার টিকিট কাটুন টানা দুঘন্টার আয়েস। মন্দ নয় ব্যাপারটা। কী একবার যাবেন না কি ? দেরি না করে যান না একবার আপনার সাথী-কে নিয়ে।
প্রতিদিন খোলা থাকে দুপুর ১টা থেকে ৭টা পর্যন্ত শুধু বৃহস্পতিবার বন্ধ থাকে।
Helpline Tram Company Phone No: 8697733391 / 8697733392