NewsCaff : রিল লাইফে থেকে রিয়েল লাইফ, সবটা সামাল দিতে পারদর্শী তাঁরা৷ এককথায় রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী৷ অভিনয় দক্ষতায় যে তাঁরা মহিয়সী দর্শকরা জানেন, কিন্তু তাঁরা পড়াশোনা কতটা করেছেন সেটা নিয়েই আজকের আলোচনা। তবে পুরোটাই টলিউড সূত্রে খবর, News Caff আলাদা করে খোঁজ নেয়নি। এবার আসুন দেখে নেওয়া যাক কে কতদূর পড়াশোনা করেছেন –
১০) রুক্মিনি মৈত্র : প্রথম সিনেমায় তিনি যেমন অভিনয় করেছিলেন, তারপর থেকে যতগুলো সিনেমায় তিনি অভিনয় করেছেন ততবারই যেখানে শেষ করেছিলেন তারপর থেকে শুরু করেছেন। অর্থাৎ অভিনয়ে তিনি ক্রমশই পরিণত হচ্ছেন। স্মার্টনেস, গ্ল্যামার, সৌন্দর্যে ভরপুর রুক্মিনি লোরেটো কলেজের ছাত্রী৷ গ্র্যাজুয়েশনের পর এমবিএ কমপ্লিট করেন তিনি৷
৯) সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় : কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কমার্স নিয়ে মাস্টার্স করেন সায়ন্তিকা৷ কয়েকদিন আগে প্রাক্তন প্রেমিক তাঁকে রাস্তায় হেনস্থা করেছিলেন সেই নিয়ে জলঘোলা হয়েছিল।
৮) মিমি চক্রবর্তী : গানের ওপারে সিরিয়াল তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল। তারপর একটার পর একটা হিট সিনেমা তিনি দিয়েছেন। মিমি ইংলিশ অনার্স নিয়ে আশুতোষ কলেজ থেকে পাশ করেন৷
৭) নুসরত জাহান : টলিউডের দুষ্টু মিষ্টি নায়িকা। লোকসভা ভোটে প্রার্থী হতে পারেন বলে বিভিন্ন মহলে খবর ঘুরছে। তবে এ বিষয়ে কোনও সত্যতা জানা যায়নি। কলকাতার ভবানীপুর কলেজ থেকে বিকম ডিগ্রী নিয়ে পাশ করেন নুসরত জাহান৷
৬) পায়েল সরকার : সম্প্রতি ভাইজান এলো রে বলে একটি সিনেমা তাঁর মুক্তি পেয়েছে। পায়েল সরকার ইতিহাসের ছাত্রী৷ যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন পায়েল৷
৫) শুভশ্রী গঙ্গোপাধ্যায় : টলিউডের নববধূ শুভশ্রী গাঙ্গুলি লখনৌতে ইণ্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন৷ পরবর্তীকালে ইনফরমেশন টেকনোলজি নিয়ে মাস্টার্স করেন।
৪) পাওলি দাম :
বিদ্যাসাগর কলেজের কেমিস্ট্রির ছাত্রী পাওলি দাম৷ পরবর্তীকালে রাজাবাজার সায়েন্স কলেজ থেকে কেমিস্ট্রিতে পোস্ট গ্র্যাজুয়েশন করেন৷
৩) কোয়েল মল্লিক :
কোয়েল মল্লিক সাইকোলজিতে অনার্স কমপ্লিট করেন৷
২) স্বস্তিকা মুখোপাধ্যায় :
ইতিহাসের ছাত্রীতে ছড়াছড়ি টলিউডে৷ স্বস্তিকা মুখোপাধ্যায়ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ডিপার্টমেন্টের ছাত্রী ছিলেন৷
১) ঋতুপর্ণা সেনগুপ্ত :
ঋতুপর্ণাকে এখনও টলিউডের কুইন বললে খুব একটা ভুল হবে না৷ লেডি ব্রেবর্ন কলেজ থেকে ইতিহাসে অনার্স নিয়ে পাশ করেছেন ঋতুপর্ণা৷