বিয়ের পর কামব্যাক! কোন চরিত্রে ফিরছেন সোলাঙ্কি ?

Bikram Chattopadhyay

NewsCaff : ‘ইচ্ছেনদী’তে বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে সোলাঙ্কির অনস্ক্রিন কেমিস্ট্রি এখনও দর্শকদের পছন্দের। মাঝে ‘সাত ভাই চম্পা’ ধারাবাহিকে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন সোলাঙ্কি। ফের তিনি ফিরছেন। এ বার নাকি পুরোদস্তুর মূল চরিত্রেই দেখা যাবে তাঁকে। টেলিভিশনের তুমুল সাফল্য পেয়েছিলেন। কিন্তু কেরিয়ারের তুঙ্গে থাকতে থাকতেই হঠাত্ করে অভিনয় থেকে বিরতি নেন তিনি। বিয়ে করে সংসার শুরু করেন।
সেই সোলাঙ্কি নাকি ফের অভিনয়ে ফিরছেন। ফিরছেন টেলিভিশনেই। কিন্তু কোথায়?

সূত্রের খবর, ধারাবাহিক ‘জামাই রাজা’র হাত ধরেই নাকি কামব্যাক করতে চলেছেন সোলাঙ্কি। অতিথি শিল্পী হিসেবে নয়, বরং পূর্ণ দৈর্ঘ্যের একটি চরিত্রের মাধ্যমেই নাকি ফিরছেন সোলাঙ্কি। ওই ধারাবাহিকের মূল চরিত্রে অভিনয় করেন শ্রীমা ভট্টাচার্য এবং অর্জুন চক্রবর্তী। রয়েছেন চৈতী ঘোষালও। এ বার তাঁদের পাশাপাশি দেখা যাবে সোলাঙ্কিকেও।

গত ফেব্রুয়ারি দীর্ঘদিনের বন্ধু শাক্য বসুকে বিয়ে করেন সোলাঙ্কি। শাক্য প্রবাসী বাঙালি। চাকরি সূত্রে নিউজিল্যান্ডে থাকেন।সোলাঙ্কিই নাকি বিয়ের পর সেখানেই ছিলেন। এ বার সংসারের পাশাপাশি কেরিয়ারেও মন দিতে চান তিনি।

তবে তাঁর অভিনয়ে আসা কীভাবে ? এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তখন যাদবপুরে সবে মাস্টার্স কমপ্লিট করে এমফিল-এর এন্ট্রান্স পরীক্ষা দিয়েছি। ক্যাম্পাসেই বসে বন্ধুদের সঙ্গে আড্ডা মারছিলাম, তখনই একজন ভদ্রলোক এসে বললেন ইটিভি-তে একটা শো আসছে, ওরা লিড খুঁজছে। উনি জিজ্ঞাসা করলেন আমি ইন্টারেস্টেড কি না। তার পর আমি অডিশনে গেলাম। তার কিছুদিন বাদে ওরা ফোন করে কনফর্ম করল যে, আই অ্যাম ডুয়িং দ্য শো। সেটাই আমার প্রথম কাজ, ‘কথা দিলাম’। তার পরেই ‘ইচ্ছেনদী’। অভিনয়ে আসা নিয়ে বাড়িতে সমস্যা নিয়েও কথা বলেন সোলাঙ্কি। তিনি বলেন, ইনিশিয়ালি সমস্যা হয়েছিল। আমি ওদের হঠাৎ করে জানাই। খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারে হঠাৎ করে এরকম একটা প্রোপোজাল গেলে অদ্ভুতভাবেই রিঅ্যাক্ট করে। আমার বাবা-মাও প্রথমদিকে মেনে নিতে পারেনি। কিন্তু আস্তে আস্তে যখন দেখল যে আমি ঘণ্টার পর ঘণ্টা খুব সিরিয়াসলি কাজ করছি, আমার যত ভাললাগা তৈরি হয়েছে, আমার বাবা-মারও এই কাজটার প্রতি ভাললাগাটা তৈরি হয়েছে। আর এখন তো ওই সাপোর্টটা ছাড়া সম্ভবই হয় না। এখন ওঁরা খুব খুশি।

Flamingo Media Share