Newscaff : বাবা আগাম কুমার নিগমের সঙ্গে মাত্র ৪ বছর বয়সে মহম্মদ রফির ‘কেয়া হুয়া তেরা ওয়াদা’ এবং ‘কসম ইরাদা’ গানটি গেয়ে সকলকে চমকে দিয়েছিলেন সোনু নিগম। এরপর থেকেই বাবার সঙ্গেই বিভিন্ন জায়গায় স্টেজে গিয়ে গান করা শুরু করেন সোনু। মাত্র ১৯ বছর বয়সে বলিউডে গান গাওয়ার সুযোগ পান।
প্রথম দিকে সনুর বলিউড যাত্রা খুব একটা সহজও ছিল না। তবে অসংখ্য ছবিতে গান গিয়েছেন সোনু, ‘কাল হো না হো’, ‘আভি মুঝমে কভি’, ‘সুরজ হুয়া মধ্যম’, ‘কভি অলবিদা না কেহেনা’, ‘ম্যায় আগর কহু’ সহ অসংখ্যা জনপ্রিয় গান রয়েছে এই কিংবদন্তি গায়কের। সোনুর গায়কিতে মুগ্ধ হয়েছিলেন খোদ সুর সম্রজ্ঞী লতা মঙ্গেশকর। তবে শুধুই হিন্দি নয়, পাঞ্জাবি, মারাঠি, অসমিয়া, তামিল, তেলেগু, উড়িয়া, বাংলা, ইংরাজি, মালায়লম, নেপালি সব ধরনের ভাষার ছবিতেই গান গেয়েছেন সোনু।
তবে সোনু নগমের কিছু অজানা কথা তাঁর জন্মদিনে আপনাদের জানাই –
* ২০০৬ সালে রেডিও জকি হিসেবে আত্মপ্রকাশ সোনুর। নিজের শো লাইফ কি ধুন উইথ সোনু নিগম-এ বিখ্যাত মিউজিশিয়ানদের সাক্ষাৎকার নিতেন তিনি।
* সুভাষ ঘাইয়ের তাল ছবিতে ইশ্ক বিনা গানটি মনে আছে? ওই গান গেয়েই ১৯৯৯-এ সোনু প্রথম ফিল্মফেয়ার পুরস্কার পান।
* সুভাষ ঘাইয়ের তাল ছবিতে ইশ্ক বিনা গানটি মনে আছে? ওই গান গেয়েই ১৯৯৯-এ সোনু প্রথম ফিল্মফেয়ার পুরস্কার পান।
* শুধু কি হিন্দি, বাংলা, ওড়িয়া, কন্ন়ড, পঞ্জাবি, তামিল, তেলেগু, ইংরেজি, ভোজপুরী, উর্দু, নেপালি ও মরাঠি ভাষাতেও সোনু নিগম সাবলীল ভাবে গাইতে পারেন।
* মাত্র তিন বছর বয়স থেকেই শুরু তাঁর গানের সফর। লাইভ শো-র যাত্রা শুরু ক্যায়া হুয়া তেরা ওয়াদা গান দিয়ে।
* হিন্দি ছবিতে পাশ্বগায়ক হিসেবে নাম করলেও সোনুর প্রথম প্রাইভেট অ্যালবাম কিসমতএক সময় সাড়া ফেলে দিয়েছিল। প্ল্যাটিনাম হিট হয় ১৯৯৮-এর সেই অ্যালবাম।
এবার শুনুন সোনুর কিছু বিখ্যাত গান –