ফটোশ্যুটে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন এই টেলি অভিনেত্রী

Jane Wiato

NewsCaff :  জেন ওয়াইতো সোশ্যাল মিডিয়ায় ভীষণ রকম আসক্ত। আর তিনি যদি অভিনেত্রী হন তাহলে সোশ্যাল মিডিয়ায় তাঁর যে অবাধ যাতায়াত থাকবে তা বলাই বাহুল্য। অন্তত বেশিরভাগ ক্ষেত্রেই তা দেখা যায়। সেই খাতায় নাম লিখিয়েছিলেন অলকানন্দা গুহ। একটি সিনেমা করে ফেলেছেন, সেই সঙ্গে অনেকগুলো টেলি সিরিয়ালে কাজ করেছেন। সম্প্রতি প্রথম প্রতিশ্রুতিতে তাঁর অভিনয় ইতিমধ্যেই দর্শকের মন ছুঁয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবিগুলি বেশ চর্চিত হচ্ছে বিভিন্ন মহলে। দেখে নেওয়া যাক সেই ছবিগুলি –

এর আগে বাঘিনী’ ছবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলেজ জীবন ফুটিয়ে তুলতে অভিনয় করেছেন অভিনেত্রী অলকানন্দা গুহ। শ্যুটিং চলাকালীন তিনিও কলেজ ছাত্রী ছিলেন। তাই আরও বেশি করে এই চরিত্রের সঙ্গে মিশে গিয়েছিলেন অলকানন্দা। তিনি বলেন, যেভাবে টিউশনির করে ভাইয়েদের খেয়াল রাখতেন, তা এককথায় ভাবাই যায় না। যেভাবে তিনি পরিশ্রম করতেন তার জন্য স্যালিউট। সবচেয়ে বড় বিষয় ছাত্র রাজনীতি কীভাবে করতেন তার একটা ছবি তুলে ধরা হয়েছে এই ছবিতে। আমি চেষ্টা করেছি সেটা ফুটিয়ে তুলতে। কতটা পেরেছি সেটা দর্শক বিচার করবেন। তবে বাস্তব আর সিনেমায় অনেক তফাত। ওনার প্রতিবাদী রূপ অকল্পনীয়। এই ছবিটা করে ওনার সম্পর্কে অনেক কিছু জানলাম। সম্মান আর শ্রদ্ধা আরও বেড়ে গেল মাননীয়া মুখ্যমন্ত্রী সম্পর্কে। একদিন দেখা করার ইচ্ছে রয়েছে, দেখা যাক সে সুযোগ আসে কিনা।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৈরি হয়েছে পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা ‘বাঘিনী’। সিনেমায় মমতার জীবনকে ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী রুমা চক্রবর্তী। সিনেমায় তুলে ধরা হয়েছে মমতা বন্দোপাধ্যায়ের সংগ্রামী জীবন। কীভাবে দক্ষিণ কলকাতার এক মধ্যবিত্ত পরিবার থেকে রাজনীতিতে যোগ দিয়ে গোটা রাজ্যের চিত্র বদলে দিলেন মমতা- সিনেমাটিতে তুলে ধরা হবে সেটাই। ‘বাঘিনী’র পরিচালনা করেছেন নেহাল দত্ত। চিত্রনাট্য লিখেছেন অজিতেষ মণ্ডল।

Flamingo Media Share