‘এক যে ছিল রাজা’, সৃজিতের ছবির মোশন পোস্টারও হিট, দেখুন সেই পোস্টার

News Caff: ‘উমা’ নিয়ে মাতামাতি এখনও শেষ হয়নি, কিন্তু তার মধ্যেই সৃজিত মুখোপাধ্যায় শুরু হয়ে দিয়েছেন ‘শাহজাহান রিজেন্সির’ শুটিং। তার ওপর এবার মুক্তি পেল সৃজিতেরই ছবি ‘এক যে ছিল রাজা’-র মোশন পোষ্টার। মুক্তি পেতে চলেছে পুজোয়। তার আগে মুক্তি পেল এই ছবির মোশন পোস্টার। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তা রয়েছে দর্শকদের পছন্দের তালিকায়।
উত্তমকুমার ‘সন্ন্যাসী রাজা’ করেছিলেন। সেটাও ছিল ভাওয়াল সন্ন্যাসীর গল্প। আবার সৃজিতের এই ছবিও ভাওয়াল সন্ন্যাসী নির্ভর। ফলে সৃজিতের এই ছবিটি নিয়ে আলোচনা শুরু হতেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছিল। তবে দু’টো ছবি নাকি সম্পূর্ণ আলাদা। তা আগেই জানিয়েছেন সৃজিত। ভাওয়াল সন্ন্যাসীর কেসে সেই সময় দেশের অবস্থা কী ছিল আর কী হতে পারত, তাই নিয়েই এই ছবি তৈরি করেছেন সৃজিত।


১৯৩০ সালের ভাওয়াল সন্ন্যাসীর মামলা রূপকথার গল্পকেও হার মানায়। মামলাকারী নিজেকে ভাওয়াল প্রদেশের রাজকুমার বলে দাবী করেছিলেন, যেখানে প্রায় এক দশক আগে মৃত্যু হয়েছে ভাওয়ালের রাজকুমার রমেন্দ্রনারায়ণ রায়ের। তাহলে ইনি কে? সেই থেকেই শুরু হয়েছিল এই কাহিনির।
এই ছবিতে রাজকুমার হচ্ছেন যিশু সেনগুপ্ত, এবং তাঁর স্ত্রীর ভূমিকায় রাজনন্দিনী পাল। যিশুর বোন জয়া আহসান। এবং দুজন উকিলের চরিত্রে জোর টক্কর দেবেন অপর্ণা সেন ও অঞ্জন দত্ত। এছাড়াও ছবিতে অভিনয় করেছেন রুদ্রনীল সেনগুপ্ত, অর্নিবার্ণ ভট্টাচার্য, তনুশ্রী চক্রবর্তী।
অবশ্য, এটাই রাজনন্দিনীর ডেবিউ ছবি হলেও আগে মুক্তি পাচ্ছে ‘উড়নচণ্ডী’। লরিকে ঘিরে বিভিন্ন বয়সী তিন মহিলার জার্নিকে ফ্রেমবন্দি করেছেন অভিষেক। ছবির গল্প অভিষেক এবং সুদীপ দাসের। স্ক্রিন প্লে-র দায়িত্বেও রয়েছেন সুদীপ। গানঘর রয়েছে দেবজ্যোতি মিশ্রের হেফাজতে। ‘উড়নচণ্ডী’র প্রযোজক প্রসেনজিত্ চট্টোপাধ্যায়। টলিউডে এর আগে সে ভাবে রোড মুভির খোঁজ পাওয়া যায় না। ফলে সে দিক থেকেও এই ছবি নতুন রেকর্ড তৈরি করতে চলেছে বলে মত ইন্ডাস্ট্রির একটা বড় অংশের।

Flamingo Media Share