News Caff: ২৫০-এর উপর লিড হলে ইংল্যান্ড ফেভারিট। চতুর্থ টেস্টের জমজমাট থ্রিলারে ৫ রান কম লিড রেখেছিল জো রুটের দল। আর সেই ২৪৫ তাড়া করতে গিয়ে রীতিমতো হিমশিম খেলেন ভারতীয় ব্যাটসম্যানরা। অশ্বিনের ব্যর্থতার টেস্টে ৪ উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিং-লাইনআপকে শেষ করলেন মইন আলি।
আর ৬০ রানে চতুর্থ টেস্ট হেরে সিরিজ হাতছাড়া করল বিরাট কোহলি অ্যান্ড কোম্পানি। দ্বিতীয় ইনিংসে ২৪৫ তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা অপেক্ষা করছিল ভারতীয় ব্যাটসম্যানদের জন্য। স্টুয়ার্ট ব্রডের বলে বোল্ড লোকেশ রাহুল খাতা না খুলেই ফিরে যান। এরপরই ১৭ রানে প্যাভিলিয়নে ফেরেন আরেক ওপেনার শিখর ধাওয়ান। প্রথম ইনিংসে দুর্ধর্ষ শতরান করলেও দ্বিতীয় ইনিংসে ৫ রানেই আউট চেতেশ্বর পূজারা। ধাওয়ান আর পূজারা- দু’জনেই জেমস অ্যান্ডারসনের শিকার।
শনিবার টেস্টের তৃতীয় দিনের শেষে ৮ উইকেট হারিয়ে ২৬০ রান তোলে ইংল্যান্ড। লিড ২৩৩ রানের। রবিবার টেস্টের চতুর্থ দিনে মাত্র ১১ রান যোগ করতে পারেন কুরান, অ্যান্ডারসনরা। ২৭১ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে ২৭ রানে এগিয়ে থাকার সৌজন্যে ২৪৫ রানের টার্গেট নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয় ভারতের। অ্যান্ডারসন-ব্রডের দাপটে ২২ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ভারত। কে এল রাহুল শূন্য, চেতেশ্বর পূজারা ৫ আর শিখর ধাওয়ান ১৭ রান করে সাজঘরে ফিরে যান। এরপর ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন অধিনায়ক বিরাট কোহলি এবং আজিঙ্কে রাহানে। চতুর্থ উইকেটে ১০১ রানের পার্টনারশিপ গড়েন। অধিনায়ক কোহলি ৫৮ রানে সাজঘরে ফিরতেই ফের ভারতীয় ব্যাটিংয়ে ধস নামে। সৌজন্যে মঈন আলি ও বেন স্টোকস। রাহানে ফিরলেন ৫১ রান করে। কোহলি ও রাহানে দুজনকেই সাজঘরের রাস্তা দেখান সেই মঈন আলি। ঋষভ পন্থ ঝোড়ো ব্যাটিং করলেও ১৮ রানে আউট হলেন তিনি। শেষ দিকে একটু প্রতিরোধ গড়ার চেষ্টা করেন রবিচন্দ্রন অশ্বিন। ১৮৪ রানে গুটিয়ে গেল ভারতের দ্বিতীয় ইনিংস।প্রথম ইনিংসে ৫টি উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ৪টি উইকেট নিলেন মঈন আলি। দুটি করে উইকেট নিলেন জেমস অ্যান্ডারসন এবং বেন স্টোকস।