ফেসবুক লাইভে বিজেপিকে তীব্র আক্রমণ মদন মিত্রর, মোদীকে কী বললেন…?? দেখুন ভিডিও

NewsCaff :   মদন মিত্র ফেসবুক লাইভে আসার পর নিত্য তিনি বিজেপি বিরুদ্ধে সরব হন। সোশাল মিডিয়াকে হাতিয়ার করে আক্রমণ শানান বিজেপিকে। আক্রমণ শানান মোদী-শাহদের বিরুদ্ধে। রাজ্যের বিজেপি নেতা দিলীপ-মুকুলের বিরুদ্ধেও গর্জে ওঠেন মদন মিত্র।

জন্মাষ্টমীর দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারতীয় রাজনীতির কংস বলে কটাক্ষ করলেন তৃণমূল নেতা মদন মিত্র। জন্মাষ্টমীর দিনে ফেসবুক লাইভে মদন মিত্র বোমা ফাটালেন- বিজেপিকে বধিবে যে, বঙ্গে বাড়িছে সে। ভারতীয় রাজনীতির কংসকে বধ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই আজকের কৃষ্ণ।

জন্মাষ্টমীর দিনে বিজেপিকে একহাত নিয়ে তিনি বলেন, এই জন্মাষ্টমী বিজেপির শেষ জন্মাষ্টমী। আগামী জন্মাষ্টমী-তে আমরা থাকব, থাকবে ভারত, শুধু থাকবে না বিজেপি। কারণ 2019, বিজেপি ভ্যানিস। এর আগেও নানা ইস্যুতে বিজেপি ও মোদী-শাহকে নিশানা করেছেন মদন মিত্র। তিনি ফেসবুক লাইভে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসার পঞ্চমুখ হয়ে নরেন্দ্র মোদীর নিন্দায় মুখর হয়েছেন। নোটবন্দি থেকে পেট্রোপণ্যের মু্ল্যবৃদ্ধি নিয়েও বিজেপি সরকারকে আক্রমণ করেন তিনি। অসমের নাগরিকপঞ্জি নিয়েও এদিন মদনের নিশানায় পড়ে মোদী সরকার।

প্রসঙ্গত, এর আগেও মোদীকে মহিষাসুরের সঙ্গে তুলনা করেছিলেন মদন মিত্র। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছিলেন মা দুর্গার আখ্যা। দক্ষিণশ্বর মন্দিরে পুজো দিয়ে শুভ শক্তির আহ্বান করেছিলেন। সংবাদমাধ্যমের সামনে তিনি মোদীকে মহিষাসুর হিসেবে ব্যাখ্যা করে ২০১৯-কে অশুভশক্তির বিনাশ হবে বলে জানিয়েছিলেন।

Flamingo Media Share