NewsCaff : ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে একমাত্র বিরাট কোহালি ছাড়া আর কোনও ভারতীয় ব্যাটসম্যানকে ইংল্যান্ড পেসারদের সুইং সে ভাবে সামলাতে দেখা যায়নি। সামান্য ব্যতিক্রম অজিঙ্ক রাহানে, কিছুটা চেতেশ্বর পূজারা। কিন্তু এরপরেও শেন ওয়াটসন মনে করেন, অস্ট্রেলিয়ায় এ রকম হাল হবে না। ওয়াটসন বলেন –
৫) ‘‘সুইং বোলিং খেলাটা সোজা কাজ নয়। বিশ্বাস করুন, পরের অ্যাশেজে অস্ট্রেলিয়া যখন ইংল্যান্ডে যাবে, আমাদের ব্যাটসম্যানরাও সুইং খেলতে সমস্যায় পড়বে। ইংল্যান্ড হল একমাত্র দেশ, যেখানে পরিবেশের জন্য বল এতটা সুইং করে। তিন বছর বাদে দুম করে ইংল্যান্ডে খেলতে নেমে সফল হওয়া মোটেই সহজ কাজ নয়।’’
৪) ‘‘কোনও আন্তর্জাতিক দলের ব্যাটসম্যানরাই এখন সে ভাবে সুইং খেলতে পারে না। যে কারণে বিদেশ সফরে সব দলেরই সমস্যা হয়।’’
৩) ‘‘পরিসংখ্যান বলছে, সাম্প্রতিক অতীতে অস্ট্রেলিয়ায় গিয়ে ভারতীয় ব্যাটসম্যানরা ভালই রান পেয়েছে। বিরাট তো রান করেইছে, আমার মনে আছে কে এল রাহুলও খুব ভাল একটা সেঞ্চুরি করেছিল। রাহানেও রান পেয়েছিল।’’
২) ‘‘অস্ট্রেলিয়ায় কোকাবুরা বল প্রথম ১০-১৫ ওভারের পরে আর সুইং করবে না। যেখানে ডিউক বল সারা দিন ধরে সুইং করে। আর আমার মনে হয় না, ভারতীয় ব্যাটসম্যানরা বাউন্সের জন্য কোনও সমস্যায় পড়বে।’’
১) ‘‘অস্ট্রেলিয়ার সব চেয়ে কঠিন কাজ হবে, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথকে ছাড়া বড় রান তোলা। টিম পেন ভাল অধিনায়ক। আমি ওর নেতৃত্ব নিয়ে নয়, অস্ট্রেলীয় ব্যাটিং নিয়ে বেশি চিন্তায় আছি।’’