কোন কোন ক্রিকেটার শুরু আর শেষ ম্যাচ একই দেশের বিরুদ্ধে খেলেছেন ? (প্রথম দফা)

News Caff:  ভারতের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের পরই অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন ইংল্যান্ডের ওপেনার অ্যালেস্টেয়ার কুক। তিনি ২০০৬ সালে এই ভারতের বিরুদ্ধেই প্রথম টেস্ট খেলেছিলেন। অর্থাৎ, একই দলের বিরুদ্ধেই কেরিয়ার শুরু এবং শেষ করতে চলেছেন কুক। যদিও তিনি একা নন। এই তালিকায় আছেন আরও কিংবদন্তি। দেখে নেওয়া যাক তাঁরা কারা –

৫) স্টিভ ওয়: অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ক্রিকেটার। ১৯৮৫ সালে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেছিলেন। ১৬৮টি টেস্ট খেলা স্টিভ অবসর নেন ভারতের বিরুদ্ধেই শেষ ম্যাচ খেলে।

৪) ব্রায়ান লারা: টেস্ট ক্রিকেটের ইতিহাসে সব সময়ই উজ্জ্বল থাকবে নামটি। ১৯৯০ তে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেন। কিন্তু, দ্বিতীয় টেস্ট খেলার জন্য তাঁকে প্রায় এক বছর অপেক্ষা করতে হয়েছিল। একাধিক বিশ্ব রেকর্ড করা লারা পাকিস্তানের বিরুদ্ধেই শেষ ম্যাচ খেলেছিলেন।

৩) স্যর গারফিল্ড সোবার্স: ওয়েস্ট ইন্ডিজের এই প্রাক্তন অলরাউন্ডার ১৯৫৪ সালে মাত্র ১৭ বছর বয়সে প্রথম টেস্ট খেলেছিলেন। দলটি ছিল ইংল্যান্ড। প্রায় কুড়ি বছর ক্রিকেট খেলার পর ইংল্যান্ডের বিরুদ্ধেই শেষ ম্যাচ খেলেছিলেন।

২) স্যর ডোনাল্ড ব্র্যাডম্যান: টেস্টে বিশ্বের সর্বকালের সেরা ব্যাটসম্যান। প্রথম এবং শেষ টেস্ট খেলেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে। ৯৯.৯৪ শতাংশ হারে ব্যাডম্যানের টেস্টে রানের গড় ভাঙা কার্যত অসম্ভব।

১) পলি উমরিগর: ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার। ১৯৪৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেছিলেন। অবসর নেন ১৯৬২তে। শেষ ম্যাচটিও খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।

Flamingo Media Share