News Caff: সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন অর্জুন। সেখানে দেখা যাচ্ছে তাঁর এমআরআই চলছে। ক্যাপশনে অর্জুন লিখেছেন, ‘ব্যাড টাইমিং…।’ তারপরই গুঞ্জন শুরু। কিন্তু হলো টা কী ?
জানা গিয়েছে, লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সদ্য এমআরআই হয়েছে তাঁর। এই অসুস্থতার খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন অভিনেতা।
আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে অর্জুনের নতুন ছবি ‘পল্টন’। জেপি দত্ত পরিচালিত এই ছবিরই প্রোমোশনে ব্যস্ত ছিলেন অর্জুন। দিন কয়েক আগে এই ছবির সাফল্যের জন্য প্রার্থনা করতে অমৃতসর মন্দিরেও গিয়েছিলেন তিনি। জ্যাকি শ্রফ, ঈশা গুপ্তার মতো শিল্পীর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অর্জুন। কিন্তু হঠাত্ করে কী ভাবে লিগামেন্ট ছিঁড়ে গেল তা স্পষ্ট করেননি অভিনেতা। অনুরাগীরা অর্জুনের সুস্থ হওয়ার অপেক্ষায় রয়েছেন।