দেখে নিন বিরাটদের অস্ট্রেলিয়ার সফর সূচী

News Caff: ৭ তারিখ ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট। এক ৩-২ হবে কি না সেই দিকে তাকিয়ে ক্রিকেট প্রেমীরা। কিন্তু এরপর আবার কঠিন সফর। দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়া সফরের সূচী –

অস্ট্রেলিয়ায় চারটি টেস্ট, তিনটি এক দিনের এবং তিনটি টি-২০ ম্যাচ খেলবেন বিরাটরা।

২১ নভেম্বর, ২৩ নভেম্বর এবং ২৫ নভেম্বর তিনটি টি-২০ ম্যাচ। খেলা হবে গাব্বা, মেলবোর্নের এমসিজি এবং সিডনির এসসিজি গ্রাউন্ডে।

এর পরই টেস্ট। প্রথম টেস্ট ৬ ডিসেম্বর। অ্যাডিলেড ওভালে। দ্বিতীয়টি ১৪ ডিসেম্বর, পার্থে।

তৃতীয় টেস্টটি হবে ২৬ ডিসেম্বর। এমসিজি, মেলবোর্নে। আর শেষ টেস্ট ম্যাচটি খেলা হবে সিডনির

তিনটি এক দিনের ম্যাচ হবে ১২, ১৫ এবং ১৮ জানুয়ারি। খেলা হবে যথাক্রমে এসসিজি সিডনি, অ্যাডিলেড ওভাল এবং মেলবোর্নের এমসিজি গ্রাউন্ডে।

Flamingo Media Share