প্রত্যেক পুজো কমিটিকে 10 হাজার টাকা অনুদান, বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

News Caff: ক্লাবের পর এবার পুজো কমিটিগুলোকেও অনুদান দেবেন মুখ্যমন্ত্রী। আজ (সোমবার) নজরুল মঞ্চে রাজ্যের পুজো কমিটিগুলোকে নিয়ে আয়োজিত হওয়া এক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, কলকাতা-সহ রাজ্যের মোট 28 হাজার পুজো কমিটিকে 10 হাজার টাকা করে অনুদান দেবে রাজ্য সরকার। অর্থাত্ শারদীয়া উত্সবে অনুদানের জন্যই রাজ্য সরকার ব্যয় করবে 28 কোটি টাকা। এরপর রয়েছে সরকারের আয়োজিত কার্নিভালও।

এছাড়াও, পুজোর জন্য প্রত্যেক কমিটি যে পরিমাণ বিদ্যুত্ ব্যবহার করবে, সেখানেও ২৩ শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এমনকী, দমকলের জন্যও আলাদা করে কোনও টাকা খরচ করতে হবে না বলেও জানিয়েছেন তিনি।

সব মিলিয়ে পুজোর আগে এমন অনুদানের কথা শুনে খুশি পুজো উদ্যোক্তারা।

Flamingo Media Share