News Caff: ইংল্যান্ডের ৩৩২ রানের জবাবে ভারত ১৬০/৬। সেই পরিস্থিতিতে হনুমা ও রবীন্দ্র জাদেজার ৭৭ রানের পার্টনারশিপ অক্সিজেন দেয় কোহলিদের ইনিংসে। সেই হনুমা সম্পর্কে জানুন পাঁচ তথ্য –
৫) রনজি ট্রফিতে প্রথম মরশুমে ৫৭.৩৩ গড়ে ১৫ ইনিংসে হনুমা করেছিলেন ৬৮৮ রান। পরের মরশুমে ১০ ইনিংস থেকে হনুমা রান করেন ৭৫২। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ৩০২ রান।
৪) ১৯৯৯-২০০০ মরশুমে ভারতের হয়ে এমএসকে প্রসাদের অভিষেক ঘটেছিল। তিনি ছিলেন অন্ধ্রপ্রদেশের ক্রিকেটার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রসাদের অভিষেক ঘটেছিল। প্রসাদের পরে আর কোনও ক্রিকেটার অন্ধ্রপ্রদেশ থেকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেননি।
৩) ২০১২ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে হনুমা বিহারী সুযোগ পেলেও নিজেকে মেলে ধরতে পারেননি। তাঁর গড় ছিল ১১.৮৩। সেই দলের অধিনায়ক ছিলেন পৃথ্বী শ।
৪) অভিষেকের আগেই হনুমা বিহারী রেকর্ড করে বসে রয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৯.৭৯ গড়ে ৫,১৪২ রান করে বিহারী পিছনে ফেলে দিয়েছেন স্টিভ স্মিথকে।
৫) আইপিএল-এ ২২ ম্যাচ খেলে ১৫.৫৫ গড়ে হনুমা রান করেছেন ২৮০। ক্রিস গেইলের উইকেট নিয়েছেন তিনি।