News Caff: আপনি কি খেতে খুব ভালবাসেন ? রাতে হঠাৎ কিছু খাবার ইচ্ছে হলে খাওয়া হয়ে ওঠে না। এরকম পরিস্থিতিতে যদি পড়েন তাহলে আপনাকে জানিয়ে রাখি কলকাতার হাফ ডজন খাওয়ার জায়গা যেখানে মাঝরাতেও খাবার পাওয়া যায়। দেখে নেওয়া যাক সেগুলো কোথায় –
৬) সান্তা ডেলিভার্স: রাতবিরেতে মোগলাই খানার খোঁজে ঢুঁ মারুন এদর টেক অ্যাওয়েতে। এখানে রোল, চাউমিন বা ভারতীয় নানা রান্নাই মেলে, তবে এদের হাতযশ মোগল ঘরানার পদেই। দু’টি শাখা। সুইনহো স্ট্রিট ও এনপি, সেক্টর ৫-এ। খোলা ভোর ৪টে পর্যন্ত।
৫) চাঙ্কি’জ: মাঝরাতে বার্গার, পিৎজা, স্যান্ডউইচে মন ভরাতে চান? তা হলে আপনার ঠিকানা হোক মহাবীর মন্দিরের কাছে ৪০ সি (প্রথম তল) পদ্মপুকুর রোডের চাঙ্কি’জ। রাত ৩ টে অবধি খোলা এই ভেজ রেস্তরাঁর পিৎজা না খেলে পস্তাবেন। কম্বো ডিনারের সুবিধা আছে।
৪) মিডনাইট বাইটস: নামেই মালুম, এরা রাতের খিদের সামাল দেয়। এদের দু’টি শাখা। একটি নয়াপট্টি, সেক্টর ফাইভে। আর একটি ৩৫/১,এ জে সি বোস রোডে। পিৎজা থেকে বিরিয়ানি, মোমো থেকে চিলি চিকেন— সবই পাবেন এখানে।
৩) ভুখাদ: মাঝে মাঝেই পাতে মাটন শিক কাবাব না পেলে মনখারাপ হয়? তা হলে কলকাতার নামী রেস্তরাঁর পাশে ভুখাদকেও ভুলবেন না! রাত ৩ টে অবধি খোলা ১/১ ক্রিমেটোরিয়াম স্ট্রিটের এই রেস্তরাঁ। এগ স্যান্ডউইচ, ক্রিসপি চিলি বেবি কর্ণ, নুডুলস দিয়েও সারতে পারেন ভরপেট ডিনার।
২) এফ4ইউ: সোজা কথায় ফুড ফর ইউ। আর আপনার জন্য এরা মেনু সাজিয়েছে বাটার চিকেন, রাজমা, রুটি, কাবাব ইত্যাদি দিয়ে। তবে এখানে মেথি মুর্গ খেলে তার স্বাদ ভুলবেন না সহজে! ৫৪/১ বি, অঞ্জুমান বেগম রো-এর এই রেস্তরাঁ খোলা পাবেন রাত ৩ টে অবধি।
১) আজাদ হিন্দ: গোটা শহর জুড়েই এদের নানা শাখা। তবে নিউ টাউন অ্যাকশন এরিয়া ২ ও বালিগঞ্জ সার্কুলার রোডের শাখা দু’টি খোলা থাকে রাত দেড়টা পর্যন্ত। ভিড় থাকলে রাত ২টো অবধিও খোলা পাবেন। প্রায় সব ধরনের খাবারই পাবেন। পকেটসই দামে একটু অন্য স্বাদ আনতে এখানে ঘুরে আসতেই পারেন।