দেশের কয়েক লক্ষ মহিলাদের জন্য কী ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী ? জেনে নিন পাঁচ গুরুত্বপূর্ণ তথ্য

News Caff: স্কুল থেকে ফেরার সময় নানান ঘটনার সম্মুখীন হতে হয়। কখনও কুপ্রস্তাব কো কখনও অশ্লীল শব্দস্রোত। এবার এই ইভটিজারদের কটূক্তির প্রতিবাদ যাতে ছাত্রীরা নিজেরাই করতে পারে তার জন্য কয়েক বছর আগেই পূর্ববর্তী ‘রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা মিশনে’র অধীনে ‘সেল্ফ ডিফেন্স প্রোগ্রাম’ চালু করেছিল কেন্দ্রীয় সরকার৷

৫) এই প্রকল্পের অধীনে ছাত্রীদের আত্মরক্ষার পাঠ দিতে গত তিন বছরে দেশের মোট ১ লক্ষ ৭০ হাজার ৪২৬টি বিদ্যালয়কে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ সম্প্রতি রাজ্যসভার একটি প্রশ্নের উত্তরে এমনই জানিয়েছেন মানবসম্পদ উন্নয়ণ মন্ত্রকের প্রতিমন্ত্রী উপেন্দ্র কুশওয়াহা৷

৪) রাজ্যসভার প্রশ্নের উত্তরে উপেন্দ্র কুশওয়াহা জানিয়েছেন, ২০১৫-’১৬ শিক্ষাবর্ষে মোট ৪৯ হাজার ৫১৭টি বিদ্যালয়কে এই প্রকল্পটি চালু করার অনুমোদন দেওয়া হয়েছিল৷ সব মিলিয়ে মোট ৪০৬২.০২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল ছাত্রীদের আত্মরক্ষা পাঠ দেওয়ার জন্য৷ একইভাবে ১০১৬-’১৭ শিক্ষাবর্ষে ৪৮৮০.৭৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল ৫৭ হাজার ৫০০টি অনুমোদিত বিদ্যালয়ের জন্য৷ গত বছর অর্থাৎ, ২০১৭-’১৮ শিক্ষাবর্ষে ৫৫৮০.৮১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল ৬৩ হাজার ৪০৯টি অনুমোদিত বিদ্যালয়ের জন্য৷

৩) ২০১৮-’১৯ শিক্ষাবর্ষে একটি নতুন সংযোজিত প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার৷ পূর্ববর্তী সর্ব শিক্ষা অভিযান (এসএসএ), রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান (আএমএসএ) এবং শিক্ষকদের শিক্ষা দেওয়ার কেন্দ্র সরকারের প্রকল্পকে (সিএসএসটিই) এক ছাতার তলায় এনে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে সমগ্র শিক্ষা৷ এই নতুন প্রকল্পের অধীনেও ‘আত্মরক্ষার পাঠে’র নিয়ম থাকছে বলে জানিয়েছেন উপেন্দ্র কুশওয়াহা৷ সমগ্র শিক্ষার অধীনে আরও প্রশস্ত করা হচ্ছে ছাত্রীদের জন্য সেল্ফ ডিফেন্স প্রকল্পটি৷ এই প্রকল্পে প্রতিটি বিদ্যালয়ের জন্য ৯ হাজার টাকা বরাদ্দ থাকবে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের আত্মরক্ষার পাঠ দেওয়ার জন্য৷

২) সূত্রের খবর, প্রতি বছরে তিন মাস করে নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের নিয়ে সেল্ফ ডিফেন্স কোর্স করাতে হত৷ প্রতি তিন মাসে মোট ৪৫টি করে ক্লাস নিতে হত৷ কোর্স শেষে এই কোর্স সম্বন্ধিত যাবতীয় তথ্য অর্থাৎ, ছাত্রীদের উপস্থিতি, প্রশিক্ষকের বেতন ইত্যাদি বিবরণ সহ রিপোর্ট পাঠাতে হত৷

১) পূর্বতন ‘রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা মিশনে’র অধীনে ছাত্রীদের আত্মরক্ষার পাঠ দেওয়ার এই প্রকল্পটির মূল উদ্দেশ্য ছিল বিদ্যালয়ের ভিতরে ও বাইরে ছাত্রীদের সুরক্ষা এবং নিরাপত্তার পরিবেশ বজায় রাখা৷ যাতে, আত্মরক্ষার পাঠ নিয়ে ছাত্রীরা নিজেরাই নিজেদের রক্ষা করতে পারে৷ যে কোনও বিপৎকালীন পরিস্থিতির মোকাবিলা করতে ছাত্রীদের আত্মবিশ্বাস বাড়ানোই লক্ষ্য ছিল এই প্রকল্পের৷

Flamingo Media Share