News Caff: ২০১০ সালে মুক্তি পেয়েছিল রজনীকান্তের ছবি ‘এন্থিরন’। ‘২.০’ হল তারই সিক্যুয়ল। বহু প্রতিক্ষার অবসানে গণেশ চতুর্থীর দিন মুক্তি পেল দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত ও অক্ষয় কুমার অভিনীত ফিল্ম ‘২.০’ -এর টিজার। সায়েন্স ফিকশন এই ফিল্মে ঠাসা রয়েছে স্পেশ্যাল এফেক্টের চমক।
সব কিছু ঠিকঠাক থাকলে, এই বছরের নভেম্বরে মুক্তি পেতে চলেছে অক্ষয়- রজনীর ‘২.০’। শঙ্কর পরিচালিত এই ফিল্মে ফের একবার অ্যাকশন স্টারের ভূমিকায় দেখা যাবে রজনীকান্তকে। ছবিতে অক্ষয় কুমার রয়েছেন খলনায়কের চরিত্রে। ছবিতে ‘ক্রোম্যান’ -এর ভূমিকায় থাকছেন অক্ষয়। তাঁর চরিত্রটির নাম ডক্টর রিচার্ড।
দেখুন সেই ছবির টিজার –