News Caff: ইংল্যান্ডে টেস্ট সিরিজের আগে ভারতের একটি চার দিনের ম্যাচ ছিল। কিন্তু এসেক্সের বিরুদ্ধে সেই ম্যাচকে কমিয়ে তিন দিনের করা হয়েছিল। পিচের কন্ডিশন ও আউটফিল্ড নিয়ে অসন্তুষ্ট ছিল ভারত। যার পরিপ্রেক্ষিতেই কমানো হয়েছিল ম্যাচের দিন। প্রাক্তনরা যার সমালোচনা করেছিলেন তীব্র ভাবে।
ইংল্যান্ড সফর শেষ করে দেশে ফিরে রবি শাস্ত্রী অবশ্য অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে চাওয়ার কথা শোনালেন। তিনি বললেন, “আমরা একেবারেই প্রস্তুতি ম্যাচ খেলার বিরোধী নই। আর কেনই বা বিরোধী হব?”
তবে অস্ট্রেলিয়া সফরে ঠাসা সূচির মধ্যে দুটো প্রস্তুতি ম্যাচের আয়েজন করা যাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে শাস্ত্রীর। এক ক্রিকেট ওয়েবসাইটে তিনি বলেছেন, “দুর্বল দলের বিরুদ্ধে হলেও দুটো-তিনটে ম্যাচ খেলাই যায়। কিন্তু সূচি যা রয়েছে, তাতে কি এটার ব্যবস্থা করা যাবে? আমরা অবশ্য অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজের আগে কয়েকটা ম্যাচের জন্য অনুরোধ করেছি। কিন্তু, তার জন্য কি সময় রয়েছে, এটাই প্রশ্ন।” ভারতের অস্ট্রেলিয়া সফর শুরু হচ্ছে ২১ নভেম্বর। প্রথমেই তিন ম্যাচের টি-টোয়েন্টি। তার পর ৬ ডিসেম্বর শুরু প্রথম টেস্ট।