টম্যাটো বেচছেন বিগ-বি! ছবি ঘিরে ব্যাপক জল্পনা

News Caff:  এই ছবিগুলি ঠিক কীসের জন্য, তা খোলসা করেননি তিনি। শুধু লিখেছেন, ‘‘আজ টম্যাটোও বিক্রি করলাম। সাইকেলে করে খবরের কাগজও বিলি করলাম।’’

তবে ছবিগুলি পোস্ট করে তিনি যে বার্তা দিয়েছেন, তা মন ছুঁয়ে গেছে অনেকের। অমিতাভ লিখেছেন, ‘‘দাঁড়িপাল্লা ও সাইকেলের রূপ অনেকদিন পরে দেখলাম। আপনার ক্ষমতার বাইরে কখনও কিছু ভাববেন না। ভাই আমার, যে কোনও অবস্থা যে কোনও সময়ে আসতে পারে।’’


এটি তাঁর নতুন সিনেমা বা কোনও বিজ্ঞাপনের ছবি কি না, তা নিয়ে জল্পনায় মেতেছেন বিগ-বি’র ভক্তকুল।

Flamingo Media Share