সত্যি পোশাকের রং পরিবর্তন হতে চলেছে পুলিশের ?

News Caff: কলকাতা পুলিশ মানে সাদা। রাজ্য পুলিশ মানে খাকি। একটা সময় পর্যন্ত সাদা পুলিশ এলাকার দেমাকই ছিল আলাদা। তারা মহানগরের বাসিন্দা। খাকিদের একটু খাটো চোখে দেখত। সেই ফারাক আর থাকবে না। রাজ্য সরকারের যে উদ্যোগ তাতে রাজ্যের ছ’টি পুলিশ কমিশনারেটেও দেখা যাবে সাদা পোশাক। খাকির হীনমন্যতায় ভুগতে হবে না জেলা, মফসস‌্লকে। নতুন সাম্যের যুগে আর ‘রং’ দিয়ে ফারাক কমবে। তবে সশস্ত্র বাহিনীতে খাকি পোশাকই থাকছে।
কিন্তু সেটা ঠিক মতো করা যাবে তো! কারণ, রং বদলের চেষ্টা অতীতে অন্য রাজ্যে হলেও তা স্থায়ী হয়নি। খাকিতে ফিরতে হয়েছে।

স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে এই বিষয়ে প্রস্তাব পাঠানো হয়েছে রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেলের কাছে। নবান্ন সূত্রের দাবি, অনুমতি পাওয়াটা শুধু সময়ের অপেক্ষা। স্বরাষ্ট্র দফতরের প্রস্তাবে বলা হয়েছে, কনস্টেবল থেকে ইনস্পেক্টর (সশস্ত্র পুলিশ বাদে) পদের কর্মীদেরই উর্দির রং বদলাবে। এই স্তরের উপরের পদগুলিতে খাকি উর্দি বদলাচ্ছে না। কলকাতা পুলিশে শুধু কনস্টেবল থেকে ইনস্পেক্টর (সশস্ত্র পুলিশ বাদে) পদমর্যাদার কর্মী-অফিসারেরাই সাদা উর্দি পরেন।
প্রসঙ্গত, ২০১১ সালে রাজ্যে পালাবদলের পরে নতুন কমিশনারেট গড়া হয়েছিল। ২০১২ সালে সরকারি ভাবে বিজ্ঞপ্তি জারি হয়নি। কিন্তু রাজ্য পুলিশের সদর দফতর থেকে চিঠি পাঠিয়ে কনস্টেবল থেকে ইনস্পেক্টর পর্যন্ত সব পদে সাদা-নীল উর্দি (সাদা শার্ট ও নীল প্যান্ট)-র নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশ পেয়ে শিলিগু়ড়ি কমিশনারেট নয়া পোশাক বিধি চালু করে। কিন্তু অন্যান্য কমিশনারেট তা মানেনি। নির্দেশিকা জারি না-হওয়ায় সেই সময় জোরাজুরি করা হয়নি। এ বার সরকারি নির্দেশিকা জারি হলে কী হবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

Flamingo Media Share