News Caff: ১০ সেপ্টেম্বর থেকে ডানলপ সেতুতে ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। সেখানে ছোট চারচাকা গাড়ি চলাচল করছিল। আপাতত সারাইয়ের জন্য তা–ও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মেরামতির জন্য মঙ্গলবার থেকে বন্ধ থাকবে ডানলপ সেতু। সেখান সব ধরনের গাড়ি চলাচল বন্ধ রাখা হবে। এক মাসের মধ্যে সারাইয়ের কাজ মিটিয়ে ফেলা যাবে বলা আশা করছেন পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারেরা। ওই সেতুর একটি বিয়ারিং বদল করতে হবে। এবং খানতিনেক বিয়ারিং ঠিকঠাক করে বসাতে হবে। যানজট সামলাতে সতর্ক পুলিস–প্রশাসন।
পূর্ত দপ্তর সূত্রে জানা গেছে, অন্যান্য সেতুর মতো ওই সেতু কেমন আছে, তার নিয়মিত নজরদারি হত। ডানলপ সেতুর পিলারের ওপর গার্ডারগুলিকে ধরে রেখেছে যে বিয়ারিং, তাতে ত্রুটি খুঁজে পান ইঞ্জিনিয়ারেরা। একটি রিপোর্টও জমা পড়েছিল। রিপোর্ট দেখে সারাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে একটি বিয়ারিং বদল করতে হবে। এবং তিনটি বিয়ারিং নতুনভাবে বসাতে হবে। মেটকোর কাছ থেকে নতুন বিয়ারিং কেনা হচ্ছে। এক মাসের মধ্যে তা রাজ্যের কাছে চলে আসার কথা। ডানলপ সেতু একমুখী। সেটি অশোকগড় বাজার এলাকা থেকে শুরু হয়ে শেষ হয়েছে আইএসআইয়ের কাছে। সেটি তৈরির সময় নিচের অংশের রাস্তা বিশেষ কমানো হয়নি। ফলে সাময়িকভাবে সেতু বন্ধ থাকলেও বড়সড় সমস্যা হবে না। এর পাশাপাশি যানজট নিয়ন্ত্রণে আরও বেশি ট্র্যাফিক পুলিস থাকবে।