ফের একসঙ্গে রাজ-মিমি-শুভশ্রী! ব্যাপারটা কী ?

News Caff: অতীতে টলি নায়িকা মিমি চক্রবর্তীর সঙ্গে তাঁর প্রেম নিয়ে কত গল্পই না হয়েছে। এমনও শোনা গিয়েছে, রাজের বিয়ের কথা শুনে না কি আত্মঘাতী হওয়ারও চেষ্টা করেছেন মিমি। প্রসঙ্গত, এবছরই রাজের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী শুভশ্রী। এই বিয়েতে নব দম্পতি-কে শুভেচ্ছা বার্তা পাঠালেও সশরীরে হাজির হতে দেখা যায়নি মিমিকে। অন্যদিকে, শুভশ্রীকেও এই বিষয়ে তেমন একটা উচ্চবাচ্য করতে শোনা যায়নি। এরপর সময়ের নিয়মেই এগিয়েছে এই ত্রয়ীর জীবন। তবে, প্রাক পুজো মরশুমে ফের শিরোনামে এই ত্রয়ী।

পরিচালক রাজের প্রাক্তন আর বর্তমানকে দেখা যাচ্ছে একই ফ্রেমে। আর পরিচালনায় খোদ রাজ চক্রবর্তীই! হ্যাঁ, দুর্গা পুজোর জন্য তৈরি হওয়া একটি বিজ্ঞাপনে একই সঙ্গে কাজ করতে দেখা গিয়েছে মিমি চক্রবর্তি ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। এই বিজ্ঞাপনে রয়েছেন ক্রিকেট আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। এছাড়াও বিজ্ঞাপনটি-তে রয়েছেন টলি তারকা বনি ও নূসরত।

Flamingo Media Share