News Caff: দীর্ঘ ৩৫ বছর পর সম্প্রতি মুম্বইয়ের গুরুগ্রামে তাঁর পুরনো জায়গায় নিজের পুরনো (ভাড়া) বাড়িটি দেখতে ফিরে গিয়েছিলেন স্মৃতি। তবে সেখানে গিয়ে দেখলেন সেই জায়গায় সেই বাড়িটিই আর নেই। জামা-কাপড় কাচানো, ইস্ত্রির দোকান হয়ে গিয়েছে। বদলে গেছে সবকিছু। সব দেখে চোখে জল এসে গেল স্মৃতির। সেসময় গুরুগ্রামের এই বাড়িতেই ভাড়া থাকতেন স্মৃতি, এই বাড়িতেই কেটেছে তাঁর ছেলেবেলা। জড়িয়ে রয়েছে কত স্মৃতি। কত পুরনো সম্পর্ক, প্রতিবেশী, আত্মীয়তা অনেক কিছুই এই জায়গায় ছেড়ে গিয়েছিলেন, আজ আবারও সেই সব স্মৃতি যেন ফিরে ফিরে এলো। স্মৃতি ইরানি মনে করতে থাকলে এখানে রান্নাঘর ছিল, এখানে বসবার ঘর ছিল। মায়ের বকুনি, ছেলেবেলার হাজারও স্মৃতি যেন তাঁকে ঘিরে ধরলো।
আসলে খুব শীঘ্রই Alt-Balaji-তে শুরু হতে চলেছে একতা কাপুরের নতুন শো ‘ মাই হোম’। বেশকিছুদিন হল এই শোয়ের প্রমোশন শুরু করেছেন একতা। কিছুদিন আগেই এই শোয়ের প্রমোশনের একতা বাবা জীতেন্দ্র ফিরে গিয়েছিলেন মুম্বইয়ের গীরগ্রাম শ্যামসদন চৌলে। সেখানে ফেলে জীতেন্দ্র তাঁর ফেলে আসা ছেলেবেলা, স্মৃতি সবকিছু বিশেষ ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলেন। এবার ঠিক একই ভাবে ‘মাই হোম’ শেয়ের প্রমোশনে নিজের পুরনো সেই দিনে, গুরুগ্রামের পুরনো সেই বাড়িতে ফিরে গিয়েছিলেন বর্তমানের কেন্দ্রীয় মন্ত্রী তথা একতা কাপুরের ঘনিষ্ঠ বন্ধু স্মৃতি ইরানি।